দিল্লি, 28 এপ্রিল: সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা অরিবন্দর সিং লাভলি ৷ তিনি দিল্লি কংগ্রেসের সভাপতি ছিলেন ৷ তিনি দিল্লি কংগ্রেসের সভাপতি ছিলেন ৷ রবিবার এই বিষয়টি নিশ্চিত করেছে দল ৷ তিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে জানিয়েছেন, কংগ্রেস আপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ এটা দিল্লি কংগ্রেস ইউনিট একেবারেই চায়নি ৷ এর বিরোধিতা করেছিল ৷ তাই লাভলির পক্ষে দলের সভাপতি পদে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ৷
লাভলি সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়ে জানিয়েছেন, "একটা দল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনেছে ৷ তা সত্ত্বেও দল দিল্লিতে আপ-এর সঙ্গে জোট বেঁধেছে ৷" আর এই জোটের বিরোধী ছিল দিল্লি কংগ্রেস ৷ তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন লাভলি ৷ তাঁকে 2023 সালের অগস্ট মাসে দলের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছিল ৷ লাভলি আরও জানিয়েছেন, দিল্লি কংগ্রেসের শীর্ষ নেতারা একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ আর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে দিল্লির এআইসিসি সাধারণ সম্পাদক ৷
লাভলি লেখেন, "আমি ডিপিসিস হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে এআইসিসি-র দিল্লি-ইনচার্জ আমায় দিল্লি কংগ্রেসে কোনও বড় পদে নিয়োগ করতে দেননি ৷ এক প্রবীণ নেতাকে দিল্লি প্রদেশ কংগ্রেসের মিডিয়া হেড হিসেবে নিয়োগ করতে চেয়েছিলাম ৷ কিন্তু তা সরাসরি নাকচ করে দেওয়া হয় ৷ আজ পর্যন্ত এআইসিসি সাধারণ সম্পাদক (দিল্লির ইন-চার্জ) ডিপিসিসিকে শহরের একটা ব্লক সভাপতিও নিয়োগ করতে দেয়নি ৷ এর ফলে দিল্লির 150টিরও বেশি ব্লকে এখন ব্লক সভাপতি নেই ৷"
আম আদমি পার্টি কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ৷ তা সত্ত্বেও তারা 'ইন্ডিয়া' জোটে আপের সঙ্গে জোট বেঁধেছে ৷ দিল্লি কংগ্রেস ইউনিট দিল্লি-আপ জোটের বিরুদ্ধে ৷ অরবিন্দর লেখেন, "আমরা দলের চূড়ান্ত সিদ্ধান্তকে শ্রদ্ধা করি ৷ আমি জনসমক্ষে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি ৷ হাইকম্যান্ডের নির্দেশের সঙ্গে রয়েছে রাজ্য ইউনিট রয়েছে ৷ এটা নিশ্চিত করেছি ৷ এআইসিসি সাধারণ সম্পাদকের (সংগঠন) নির্দেশ মেনে আমি কেজরিওয়ালের বাড়িতে পর্যন্ত গিয়েছি ৷ যে রাতে তাঁকে গ্রেফতার করা হয় ৷ আমার সঙ্গে ছিলেন সুভাষ চোপড়া, সন্দীপ দীক্ষিত ৷"
আরও পড়ুন:
- ‘জিন্দেগি কে বাদ ভি...’, পিত্রোদার মন্তব্যের বদলা এলআইসির ট্যাগলাইন; কংগ্রেসকে আক্রমণ মোদির
- 'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা