নিউদিল্লি, 17 ফেব্রুয়ারি:সংখ্য়া প্রদর্শনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল বিধানসভায় আস্থা প্রস্তাবের ভোটে জিতেছে ৷ এরপরই কেজরিওয়াল অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আপ বিধায়কদের কেনার পাশাপাশি তাঁর সরকারকে ফেলার চেষ্টা করছিল। এখানেই শেষ নয়, আস্থা ভোটে জিতেই কেজরির হুঙ্কার, "বিজেপি আপকে ভয় পায়"।
এদিন দুপুর 2.40 দিল্লি বিধানসভায় ধ্বনি ভোটের মাধ্যমে আস্থা প্রস্তাব পাশ হয় ৷ ভোটের সময় 62 জন আপ বিধায়কের মধ্যে 54 জন উপস্থিত ছিলেন। কেজরিওয়াল জানান, আপ বিধায়করা কেউ দলত্যাগ করেননি; দু'জন বিধায়ক জেলে রয়েছেন ৷ কেউ অসুস্থ এবং কেউ কেউ এলাকার বাইরে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকার সহজেই এদিন আস্থা ভোট জিতেছে ৷ বিজেপির মাত্র একজন বিধায়ক প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন। কেজরিওয়াল বলেন, "আমরা সরকার চালালেও পরিষেবা বিভাগ, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের মাধ্যমে তারা (কেন্দ্র) আমাদের কাজে বাধা দিচ্ছে ৷" কেজরিওয়াল আরও জানান, বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ৷ তবে এই আস্থা প্রস্তাবের প্রয়োজন ছিল কারণ, বিজেপি আপ বিধায়কদের শিকার করার চেষ্টা করছে। কেজরিওয়াল জানান, আপ 2029 সালের নির্বাচনে বিজেপির কাছ থেকে 'দেশকে মুক্ত করবে' ৷
একদিকে বিধানসভায় আস্থা ভোট, অন্যদিকে আজই দিল্লির আবগারি নীতি মামলায় একাধিক সমন এড়িয়ে যাওয়ার পর এবার আদালতেও ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন কেজরি ৷ ছয়বারের ইডি'র সমনে কেজরির ভার্চুয়াল উপস্থিতি ৷ সেই শুনানিতেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হন কেজরিওয়াল। তিনি আদালতে জানান, দিল্লি বিধানসভায় আস্থা প্রস্তাবের আলোচনা এবং বাজেট অধিবেশনের কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত হতে পারেননি।
আবগারি নীতি মামলার সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় ইডি এর আগে ছয় বার তলব করেছিল কেজরিওয়ালকে ৷ এরপরে অরবিন্দ কেজরিওয়ালকে রাউজ এভিনিউ আদালত শনিবার তলব করা হয় ৷