পশ্চিমবঙ্গ

west bengal

'বিজেপির কাছে আপ ভয়ের কারণ', বিধানসভার আস্থা ভোটে জিতেই হুঙ্কার কেজরির

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 3:27 PM IST

Delhi CM Kejriwal Wins Trust Vote: দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এদিন বিধানসভায় আস্থা ভোট জিতেছেন ৷ একই সঙ্গে, কেজরিওয়াল বলেন, "আপ 2029 সালে দেশকে বিজেপি থেকে মুক্ত করবে" যদিও আদালতে এদিন হাজিরা দেননি কেজরিওয়াল ৷

Etv Bharat
Etv Bharat

নিউদিল্লি, 17 ফেব্রুয়ারি:সংখ্য়া প্রদর্শনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল বিধানসভায় আস্থা প্রস্তাবের ভোটে জিতেছে ৷ এরপরই কেজরিওয়াল অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আপ বিধায়কদের কেনার পাশাপাশি তাঁর সরকারকে ফেলার চেষ্টা করছিল। এখানেই শেষ নয়, আস্থা ভোটে জিতেই কেজরির হুঙ্কার, "বিজেপি আপকে ভয় পায়"।

এদিন দুপুর 2.40 দিল্লি বিধানসভায় ধ্বনি ভোটের মাধ্যমে আস্থা প্রস্তাব পাশ হয় ৷ ভোটের সময় 62 জন আপ বিধায়কের মধ্যে 54 জন উপস্থিত ছিলেন। কেজরিওয়াল জানান, আপ বিধায়করা কেউ দলত্যাগ করেননি; দু'জন বিধায়ক জেলে রয়েছেন ৷ কেউ অসুস্থ এবং কেউ কেউ এলাকার বাইরে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকার সহজেই এদিন আস্থা ভোট জিতেছে ৷ বিজেপির মাত্র একজন বিধায়ক প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন। কেজরিওয়াল বলেন, "আমরা সরকার চালালেও পরিষেবা বিভাগ, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের মাধ্যমে তারা (কেন্দ্র) আমাদের কাজে বাধা দিচ্ছে ৷" কেজরিওয়াল আরও জানান, বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ৷ তবে এই আস্থা প্রস্তাবের প্রয়োজন ছিল কারণ, বিজেপি আপ বিধায়কদের শিকার করার চেষ্টা করছে। কেজরিওয়াল জানান, আপ 2029 সালের নির্বাচনে বিজেপির কাছ থেকে 'দেশকে মুক্ত করবে' ৷

একদিকে বিধানসভায় আস্থা ভোট, অন্যদিকে আজই দিল্লির আবগারি নীতি মামলায় একাধিক সমন এড়িয়ে যাওয়ার পর এবার আদালতেও ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন কেজরি ৷ ছয়বারের ইডি'র সমনে কেজরির ভার্চুয়াল উপস্থিতি ৷ সেই শুনানিতেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হন কেজরিওয়াল। তিনি আদালতে জানান, দিল্লি বিধানসভায় আস্থা প্রস্তাবের আলোচনা এবং বাজেট অধিবেশনের কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত হতে পারেননি।

আবগারি নীতি মামলার সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় ইডি এর আগে ছয় বার তলব করেছিল কেজরিওয়ালকে ৷ এরপরে অরবিন্দ কেজরিওয়ালকে রাউজ এভিনিউ আদালত শনিবার তলব করা হয় ৷

এদিন, আস্থা প্রস্তাবের উপর বিধানসভায় বক্তৃতায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "আপ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জার, তাই একে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে ৷" আপ নেতা গোপাল রাই বলেন, "আইনি মতামত নেওয়ার পরে দল বিধানসভায় ইডি সমনের জবাব দেবে।" এদিন আলোচনা শুরু করে আপ-এর কস্তুরবা নগরের বিধায়ক মদন লাল অভিযোগ করেন, বিজেপি ক্রমাগতভাবে কেজরিওয়াল সরকারকে "ব্যর্থ" এবং "পঙ্গুত্ব" করার চেষ্টা করছে ৷ অন্যদিকে, আদালতে আইনজীবী রমেশ গুপ্তা জানিয়েছেন, কেজরিওয়াল পরবর্তী শুনানির জন্য সশরীরে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

Arvind Kejriwal on ED Summon: দিল্লির আবগারি দুর্নীতি মামলা, ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল

Winter Action Plan by Kejriwal: দূষণ নিয়ন্ত্রণে শীতকালীন অ্যাকশন প্ল্যান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ABOUT THE AUTHOR

...view details