নয়াদিল্লি, 28 মার্চ:দিল্লি হাইকোর্টে কিছুটা স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ গ্রেফতার হওয়ায় তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বে একটি বেঞ্চ আবেদনের যোগ্যতা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করে বলে যে, এক্ষেত্রে বিচারবিভাগীয় হস্তক্ষেপের সুযোগ নেই ৷ বিচারপতি মনমীত পিএস অরোরার সমন্বয়ে গঠিত বেঞ্চটি বলে, "সরকারের অন্যান্য শাখার আইন অনুযায়ী বিষয়টি যাচাই করা উচিত ।"
শুনানির সময়, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্ব অব্যাহত রাখার বিষয়ে আইনি বাধা কোথায়, তা আবেদনকারী সুরজিৎ সিং যাদবের আইনজীবীর কাছে জানতে চায় আদালত । আদালতের প্রশ্ন ছিল, "ব্যবহারিক অসুবিধা থাকতে পারে, কিন্তু সেটা অন্য ব্যাপার । আইনি বাধা কোথায় ?"
আবগারি নীতি মামলায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে 21 মার্চ গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ব্যক্তিদের অনুকূলে আবগারি নীতি প্রণয়ন সংক্রান্ত ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ৷ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত আদালতের রিমান্ডে পাঠানো হয়েছিল । আজ সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয় ৷ তাঁকে আজ বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার এজলাসে হাজির করা হয়েছে । আদালত কক্ষে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে কেজরিওয়াল বলেন, "এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র । জনগণ এর জবাব দেবে ৷"
বুধবার, দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা বলেছিলেন যে, তাঁর স্বামীর গ্রেফতারির বিষয়ে 28 মার্চ আদালতে একটি 'সত্য' প্রকাশ করা হবে । (পিটিআই)
আরও পড়ুন:
- আবগারি দুর্নীতি নিয়ে ইডি-কেন্দ্রকে নিশানা কেজরি-পত্নী সুনীতার
- 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
- বিশ্লেষণ: জেলবন্দি অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল কি পারেন সরকার চালাতে?