নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর:আবগারি 'কেলেঙ্কারি' মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিনের দুই দিন মাত্র পেরিয়েছে। আর তার মধ্যেই রবিবার বড় ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পদত্যাগের ৷ রবিবার দলীয় কর্মী-সমর্থকদের জনসভায় তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, "দুই থেকে তিন দিনের মধ্যে আমি পদত্যাগ করব ৷ কেজরিওয়াল সৎ বলে মানুষ রায় দেওয়া-না পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না ৷"
কেজরির দাবি, আপকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই তাঁকে জেলে পাঠিয়েছিল বিজেপি। আপ নেতার আরও সংযোজন, "আপনারা যদি মনে করেন আমি সৎ তাহলে আমাকে বিপুল সংখ্যক ভোট দিন। নির্বাচিত হলেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা দিল্লিতে। আমি দাবি করছি যে, নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গে আমাদেরও নির্বাচন অনুষ্ঠিত হোক ৷ আমি দেশের সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের হাত জোড় করে অনুরোধ করছি, এখন প্রধানমন্ত্রী যদি মিথ্যা মামলায় আপনাকে জেলে পাঠান তাহলে পদত্যাগ করবেন না। কোনও অবস্থাতেই পদত্যাগ করবেন না, জেল থেকে সরকার চালান।"