'ডাবল ইঞ্জিন' সরকার দিল্লিকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবে ৷ দূষণ থেকে মুক্তি পাবে দিল্লিবাসী ৷ নতুন প্রজন্ম দিল্লিতে বিজেপির সুশাসন দেখবে বলেও অঙ্গীকার নরেন্দ্র মোদির ৷ বক্তব্য রাখার আগে বিজেপি সদর দফতরে এসে দলীয় কর্মী-সমর্থকদের দিল্লি জয়ের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ দিল্লিবাসী 'আপদ'কে বিদায় করে স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি ৷ মোদির প্রধানমন্ত্রিত্বে প্রথমবার দিল্লি বিধানসভায় জয় পেল বিজেপি ৷
দূষণ থেকে মুক্তি পাবে দিল্লি, বিজেপি'র সুশাসনের অঙ্গীকার মোদির - DELHI ELECTIONS 2025
![দূষণ থেকে মুক্তি পাবে দিল্লি, বিজেপি'র সুশাসনের অঙ্গীকার মোদির Delhi election live updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/1200-675-23498462-thumbnail-16x9-live.gif)
Published : Feb 8, 2025, 7:04 AM IST
|Updated : Feb 8, 2025, 7:45 PM IST
দিল্লির রায় । বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই হয়েছে রাজধানীতে । টানা দু'মাসেরও বেশি সময় ধরে চলেছে নির্বাচনের প্রচার । আক্রমণ-প্রতি আক্রমণে দিল্লি এককথায় জমজমাট । এরই মধ্যে চমক দিয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা । একদশক পর আপ সরকারের পরাজয় হতে চলেছে বলে দাবি বেশিরভাগ সমীক্ষার । সিকি শতক পর আবারও দিল্লিতে সরকার গড়বে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকবে এতদিন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়ে আসা আপ। কংগ্রেস থাকবে তিন নম্বরে । আশা-নিরাশার এমনই দোলাচলে দিল্লিতে ভোট গণনা ।
LIVE FEED
বিজেপির সুশাসনের অঙ্গীকার মোদির, শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য
মোদির প্রধানমন্ত্রিত্বে প্রথমবার বিজেপির 'দিল্লি দখল'
দিল্লির মসনদে নিজেদের পুনপ্রতিষ্ঠা করতে 27 বছর সময় নিল বিজেপি ৷ 2025 বিধানসভা ভোটে পদ্ম ঝড়ে উড়ে গেল ঝাড়ু ! নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি বিধানসভায় জয় পেলে বিজেপি ৷ দলীয় কর্মীদের অভিনন্দন জানাতে সদর দফতরে হাজির হলেন মোদি ৷
বিজেপি সদর দফতরে অমিত-নাড্ডা
27 বছর পর দিল্লি জয়ের পর সোশাল মিডিয়া দলের কর্মী-সমর্থকদের অভিন্দন জানিয়েছিলেন ৷ এবার বিজেপি সদর দফতরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর সঙ্গে রয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷
জিতলেন কপিল
জিতলেন কপিল মিশ্রা ৷ 23 হাজার 355 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ৷
গৌতমের হার
বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় ছিল তাঁর নাম ৷ সেই দুষ্মন্ত্য গৌতম জিততে পারলেন না ৷
হারলেন রমেশ বিধূড়ী
বুথফেরত সমীক্ষা বলেছিল, দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি ৷ সূত্র বলছে, দিল্লি দখল যে সময়ের অপেক্ষা, তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও ৷ ফলত, সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে ৷ উঠে এসেছিল রমেশ বিধূড়ী, পরবেশ সাহিব সিং’দের নাম ৷ প্রাথমিক ভোট গণনা বলছিল, এগিয়ে রয়েছেন বিধূড়ী ৷ যদিও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেননি প্রাক্তন রাজ্য সভাপতি ৷
গেহলতের বাজিমাত
বিসবসন কেন্দ্র থেকে জিতলেন বিজেপির কৈলাশ গেহলত ৷ আপের সুরেন্দর ভরদ্বাজকে হারালেন 11 হাজার 276 ভোটে ৷
সুশাসনের জয়
‘‘সুশাসনের জয় হয়েছে ৷ দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি কৃতজ্ঞ ৷ দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ও দিল্লি’কে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর ৷ এটা মোদির গ্যারান্টি ৷’’ 27 বছর পর দিল্লি জয় করে জানালেন নরেন্দ্র মোদি ৷
হার ভরদ্বাজের
হেরে গেলেন আপের সৌরভ ভরদ্বাজ ৷
বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের
বিজেপিকে এই জয়ের জন্য অভিনন্দন ৷ আমরা আমাদের শাসনকালে বহু উন্নয়নমূলক কাজ করেছি ৷ আমরা কখনই সরকারে থাকার জন্য রাজনীতি করি না ৷ আমরা মানুষের সেবারয় নিয়োজিত ৷ এবার আমরা ভালো বিরোধীর দায়িত্ব পালন করব ৷ আমাদের কর্মী-সমর্থকদের কাছেও আমি কৃতজ্ঞ ৷ ওরা দুর্দান্ত লড়াই করেছেন ৷
বাবরপুরে জিতলেন আপ প্রার্থী
বাবরপুর থেকে জিতলেন আম আদমি পার্টির গোপাল রাই ৷ বিজেপি প্রার্থী অনিল কুমার বশিষ্ঠকে হারালেন প্রায় 19 হাজার ভোটের ব্যবধানে ৷
হারলেন কেজরিওয়াল
হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ নিউ দিল্লি সিটে বাজিমাত পরবেশ সাহেব সিংয়ের ৷
জিতলেন অতিশী
কালকাজি আসন আপের ৷ আম আদমি পার্টির মান রাখলেন মুখ্যমন্ত্রী অতিশী ৷ হারালেন বিজেপি’র হেভিওয়েট রমেশ বিধুরিকে ৷
হেরে গেলেন সত্যেন্দ্র
হারলেন সত্যেন্দ্র জৈন ৷ সকুর বস্তি সিটে হার আপ প্রার্থীর ৷
কর্মীদের কুর্নিশ সিসোদিয়ার
মনীশ সিসোদিয়া পরাজয় স্বীকার করে বলেন, ‘‘দলের কর্মীরা ভালো লড়াই করেছেন ৷ আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি । মানুষও আমাদের সমর্থন করেছে । আমি 600 ভোটে হেরেছি । জয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই । আমি আশা করি তিনি নির্বাচনী এলাকার জন্য কাজ করবেন ।’’
উৎসব শুরু
প্রাথমিক গণনা বলছে, একদশক পর আপ সরকারের পরাজয় হতে চলেছে । সিকি শতক পর আবারও দিল্লিতে সরকার গড়বে বিজেপি । উৎসবে বিজেপি কর্মীরা ৷
ইন্দ্রপতন ! হারলেন সিসোদিয়া
বড় ধাক্কা আপের ৷ জংপুর আসন থেকে হেরে গেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ জিতলেন বিজেপির তারভিন্দর সিং মারওয়াহ ৷
পটপরগঞ্জে জিতল বিজেপি
পটপরগঞ্জে জিতলেন বিজেপি প্রার্থী রবিন্দর সিং নেগি ৷ হারালেন আপ প্রার্থী অভধ ওঝাকে ৷
কেজরিকেই দুষলেন আন্না
সমাজকর্মী আন্না হাজারে বলেন, ‘‘আমি অনেক দিন ধরেই বলে আসছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রার্থীর চরিত্র এবং ভাবমূর্তির উপর কোনও দাগ না-থাকা উচিত । কিন্তু তারা (আপ) তা বুঝতে পারেনি । মদ এবং টাকার মধ্যে ক্রমশ জড়িয়ে পড়েছে ৷ এর কারণে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ৷ সেই কারণেই নির্বাচনে কম ভোট পাচ্ছে ৷ মানুষ দেখেছে যে কেজরিওয়াল ভালো চরিত্রের কথা বলেন, কিন্তু মদের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ রাজনীতিতে অভিযোগ তোলা হয় । প্রমাণ করতে হবে যে তিনি দোষী নন ।’’
লক্ষ্মীনগরে লক্ষ্মীলাভ বিজেপির
লক্ষ্মীনগর সিট থেকে জিতলেন বিজেপি প্রার্থী অভয় বর্মা ৷
কোন্ডলিতে জিতলেন আপ প্রার্থী
কোন্ডলি আসনে জিতলেন আপ প্রার্থী কুলদীপ কুমার ৷
পিছিয়ে সিসোদিয়া
জংপুরা আসন থেকে এগিয়ে আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ পোস্টাল ব্যালটে পিছিয়ে পড়লেও এভিএম খোলা হতেই লিড নিয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷ যদিও ফের পিছিয়ে পড়েছেন সিসোদিয়া ৷
কটাক্ষ আবদুল্লার
প্রাথমিক ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির ৷ ক্রমশ পিছিয়ে পড়ছে আপ, কোনও সিটেই এগিয়ে নেই কংগ্রেস ৷ তারপরেই এক্স পোস্টে বিরোধী দলগুলিকে কটাক্ষ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ৷
এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাও ৷’’ প্রসঙ্গত, লোকসভা ভোটে একসঙ্গে লড়াই করা কংগ্রেস-আপ দিল্লিতে যুযুধান প্রতিপক্ষ ৷ ভোট প্রচারে একে অপরকে তোপ দেগেছেন দুই দলের নেতৃত্ব ৷ ওয়াকিবহাল মহল বলছে, দিল্লি’তে দোস্তি, আবার সেই দিল্লিতেই কুস্তি ভালোভাবে নেয়নি জনতা ৷
20351 ভোটের লিড কপিলের
কারওয়াল নগর আসন থেকে এগিয়ে কপিল মিশ্রা ৷ অষ্টম রাউন্ডের শেষে 20 হাজার 351 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ৷
আবার পিছোলেন কেজরি
আবার পিছিয়ে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ষষ্ঠ রাউন্ডের গণনার পর 225 ভোটে পিছিয়ে আপ সুপ্রিমো ৷
উৎসব শুরু বিজেপি’তে
বুথফেরত সমীক্ষা বলছিল, 27 বছর পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরছে । ভোট গণনা প্রাথমিক ট্রেন্ডেও সেই আভাস মিলেছে ৷ এই মুহূর্তে 42টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির ৷ তারপরেই উৎসব শুরু হয়েছে বিজেপি’তে ৷ দিল্লির রাস্তায় বিজেপি’র কর্মী-সমর্থকরা ঢোলের তালে নাচছেন । বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম ফুলের কাট-আউট হাতে গেরুয়া রঙের আবির মাখানো শুরু হয়েছে ।
পদে আগ্রহী নন বিধূড়ী
প্রথম দফা গণনার পর কালকাজি আসন থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধূড়ীর থেকে 1,149 ভোটে পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী ৷ প্রাথমিক ট্রেন্ড বলছে, দিল্লি’র দরবারে ফিরতে পারে বিজেপি ৷ রমেশ বিধূড়ী বলেন, ‘‘জনগণ বিজেপিকে নির্ণায়ক রায় দেবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লিও দেশের অন্যান্য অংশের সঙ্গেই এগিয়ে যাবে । আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আপ রাজধানী থেকেও নির্মূল হবে ৷’’
- তিনি কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন ?
বিধূড়ী বলেন, ‘‘এটা মোটেও গুরুত্বপূর্ণ নয় । আমি তিনবার বিধায়ক এবং দু’বার এমপি হয়েছি ৷ পদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় । আমি এখানে নাগরিকদের সেবা করতে এসেছি । আমি এমন একটি দলের সদস্য যারা জনসাধারণের জন্য কাজ করে ৷’’
পিছিয়ে বিজেপির মুখ্য-মুখ
বুথফেরত সমীক্ষায় বিজেপি’র দিল্লি দখলের আভাস মিলতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছিল দুষ্মন্ত্য গৌতমের নাম ৷ যদিও তৃতীয় রাউন্ড গণনার শেষে কারোল বাঘ আসন থেকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ৷ আপে’র ভিশেস রবি এগিয়ে 5067 ভোটে ৷
উৎসবে বিজেপি কর্মীরা
42টি আসনে এগিয়ে বিজেপি ৷ প্রাথমিক ট্রেন্ডে মেলার পথে এক্সিট পোলের সমীক্ষা ৷ রাজধানীর রাজপথে উৎসব শুরু করে দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷
13 হাজার ভোটে এগিয়ে কপিল
কারওয়াল নগর আসন থেকে এগিয়ে কপিল মিশ্রা ৷ পঞ্চম রাউন্ডের শেষে 13 হাজার 243 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ৷
1,149 ভোটে পিছিয়ে অতিশী
প্রথম দফা গণনার পর কালকাজি আসন থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধূড়ীর থেকে 1,149 ভোটে পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী ৷
এগোলেন কেজরি
প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার থেকে 74 ভোটে পিছিয়ে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ যদিও দ্বিতীয় রাউন্ডের গণনার শুরুতেই এগোলেন তিনি ৷
এগিয়ে কপিল মিশ্রা
কারওয়াল নগর আসন থেকে এগিয়ে বিজেপি প্রার্থী কপিল মিশ্রা ৷
ক্রমশ পিছিয়ে পড়ছেন কেজরিওয়াল
নিউ দিল্লি আসন থেকে পিছিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷
এগিয়ে মণীশ সিসোদিয়া
জংপুরা আসন থেকে এগিয়ে আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ পোস্টাল ব্যালটে পিছিয়ে পড়লেও এভিএম খোলা হতেই লিড নিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷
প্রাথমিক গণনায় 36 আসনে এগিয়ে বিজেপি
গণনা শুরু প্রথম ঘণ্টায় এগিয়ে আছে বিজেপি । 36টি আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। আপ এগিয়ে 28টি আসনে ।
পিছিয়ে অতিশী-কেজরি
গণনার শুরুতেই স্বস্তি গেরুয়া শিবিরে । অন্যদিকে, চাপ বাড়তে শুরু করেছে আপের কর্মী-সর্মথকদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, নিজেদের আসনে পিছিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অতিশীরা ৷
শুরুতে এগিয়ে বিজেপি
গণনার শুরুতেই সামান্য এগিয়ে বিজেপি। এখন বিভিন্ন কেন্দ্রে পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হয়েছে । তাতে দেখা যাচ্ছে 11টি কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি । আপ এগিয়ে আছে 5টি আসনে। শুরুতেই একাধিক আসনে পিছিয়ে পড়েছেন আপের কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
কেজরির বাড়িতে ছোট কেজরি!
ভোট গণনার শুরুর আগেই অরবিন্দ কেজরিওয়ালের মতো সেজে তাঁর বাড়িতে হাজির ছোট্ট অভ্যন তোমার। তোমার পরিবার দীর্ঘদিন ধরেই আপের সমর্থক। আর তাই ফল প্রকাশের দিন প্রিয় দলকে সমর্থন দিতেই ছেলেকে এভাবে সাজিয়েছেন বলে জানালেন বাবা রাহুল তোমার। এই প্রথম নয়, প্রতিবারই ফল ঘোষণার দিন কেজরির বাড়িতে আসেন তোমার পরিবারের সদস্যরা। আর আপের তরফে ছোট্ট অভ্যনকে আদর করে 'বেবি মাফলার ম্যান' বলে ডাকা হয় ।
আত্মবিশ্বাসী অতিশী
ভোটের ফল প্রকাশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। তিনি বলেন, "এটা কোনও সাধারণ নির্বাচন ছিল না । শুভ আর অশুভর মধ্যে লড়াই হয়েছে। আমি বিশ্বাস করি অশুভকে পরাজিত করে শুভকেই বেছে নিয়েছে দিল্লি। "
পোস্টাল ব্যালট আনার কাজ শুরু
স্ট্রং রুম থেকে বিভিন্ন গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালট নিয়ে আসার কাজ শুরু হয়েছে । প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে । তার পর খোলা হবে ইভিএম।
দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা
গণনা ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে । ত্রিস্তর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে 19টি গণনা কেন্দ্র।
মন্দিরে প্রার্থীরা
সকাল আটটা থেকে শুরু হবে দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা। তার আগে প্রার্থীদের অনেককেই দেখা গেল মন্দিরে পুজো দিতে । কালকাজি মন্দিরে পুজো দিলেন গ্রেটার কৈলাশ কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা রাই।