পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজধানীর AQI 450 ! আতশবাজি নিষিদ্ধ ঘোষণা দিল্লি সরকারের - DELHI AIR QUALITY

'ভয়ানক' থেকে ক্রমেই 'অতি ভয়ানক' দিল্লির বায়ুদূষণ ৷ শুক্রবার সকালে রাজ্যের 37টি পরিক্ষক কেন্দ্রের মধ্যে 35 কেন্দ্রে বায়ুর গুণগত মান ধরা পড়েছে 450 ৷

DELHI AIR QUALITY
দিল্লির কর্তব্যপথে সাধারণ মানুষ (ফাইল চিত্র, এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

নয়াদিল্লি, 20 ডিসেম্বর:'ভয়ানক' থেকে ক্রমেই 'অতি ভয়ানক' রাজধানীর বায়ুদূষণ ৷ শুক্রবার সকালে রাজ্যের 37টি পরিক্ষক কেন্দ্রের মধ্যে 35 কেন্দ্রে বায়ুর গুণগত মান ধরা পড়েছে 450 ৷ বায়ুর PM2.5 মাত্রাও ক্রমশ উর্ধ্বমুখী ৷ পরিস্থিতি সামাল দিতে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার ৷

গত মাসেও রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে 'GRAP IV' নিয়ন্ত্রণবিধি জারি করা হয় । তবে কয়েকদিন পরে AQI-এর মাত্রা কম হলে ডিসেম্বরের শুরুতে সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি কিছুটা শিথিল করা হয় ৷ তবে প্রায় এক সপ্তাহ যেতে না-যেতেই ফের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজধানী শহরে ৷ তাই শহরজুড়ে ফের সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি অর্থাৎ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জারি করা হয়েছে ৷

অবশ্য, সরকারের তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ তবে দূষণের মাত্রা ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় সাধারণ মানুষের শারীরিক অবস্থার কথা ভেবে চিন্তত স্বাস্থ্যবিভাগ ৷ পরিবেশ বিশেষজ্ঞ অবিনাশ চঞ্চল ইটিভি ভারতকে বলেন, "বায়ুদূষণের কোনও 'নিরাপদ' স্তর নেই । এমনকী, দূষণের মাত্রা কম হলেও তা জীবনধারণের জন্য ক্ষতিকর ৷ সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর এর প্রভাব চরম ৷ সুতরাং, অস্থায়ী ব্যবস্থা যথেষ্ট নয় ৷ দূষণের উৎস থেকেই এর সমাধান বের করতে হবে।"

কেন অনিয়ন্ত্রিত দিল্লির বায়ুদূষণ ?

গবেষণায় দেখা গিয়েছে, দিল্লির বায়ুদূষণের জন্য যানবাহনের ধোঁয়া, কারখানার ধোঁয়া, রাস্তায় ধুলিকণার উপস্থিতি, জৈববস্তু পোড়ানো এবং নির্মাণকাজ-সহ একাধিক কারণ দায়ী । বিশেষজ্ঞদের মতে, এই সমস্ত সমস্যাগুলির দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে ৷ প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগত যান ব্যবহারের পরিবর্তে গণপরিবহণকে অগ্রাধিকার দিতে হবে ৷

ইতিমধ্যেই, সরকারের তরফে একবছরের জন্য আতশবাজি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ নিয়মের লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ড-সহ একাধিক শাস্তি দেওয়া হবে ৷ তবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ যথেষ্ট নয় ৷

উল্লেখ্য়, শুক্রবার দিল্লিজুড়ে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে ৷ বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ এর ফলে দূষণের মাত্রা আরও বেড়েছে বলে দাবি পরিবেশ বিশেষজ্ঞদের ৷

পড়ুন:'অতি ভয়ানক' দিল্লির বায়ুদূষণ ! স্কুলের ক্লাস অনলাইনে

ABOUT THE AUTHOR

...view details