পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সমতা দিবস: স্মরণে 'ভারতীয় সংবিধানের স্থপতি' ডঃ বি আর আম্বেদকর - Day of Equality - DAY OF EQUALITY

Ambedkar Jayanti: ডঃ বি আর আম্বেদকর, একজন ভারতীয় আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক ৷ তিনি 1891 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি শ্রমিক ও মহিলাদের অধিকারের জন্য, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷ তাঁর সম্পর্কে লিখেছেন ইটিভি ভারত-এর চঞ্চল মুখোপাধ্যায় ।

Dr B R Ambedkar
স্মরণে 'ভারতীয় সংবিধানের স্থপতি' ডঃ বি আর আম্বেদকর

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 11:00 PM IST

Updated : Apr 14, 2024, 5:30 AM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল:14 এপ্রিল ভারতীয় সংবিধানের স্থপতি ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী। ডঃ আম্বেদকর ছিলেন, একজন সমাজ সংস্কারক এবং একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজের হতাশাগ্রস্ত শ্রেণীকে সমাজের উপরের স্তরে উন্নীত করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন । দেশের কিছু অংশে আম্বেদকরের জন্মবার্ষিকীর দিনটি 'সমতা দিবস' হিসাবে পালন করা হয় ।

1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশে মহুতে জন্মগ্রহণ করেন ভারতীয় সংবিধানের রচয়িতা । এই বছর দেশজুড়ে ডাঃ আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে । 13 এপ্রিল, 2022-এ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সংবিধানের 110 ধারার অধীনে বিধানসভায় একটি ঘোষণা করেন যে, ডঃ বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী তাঁর রাজ্যে সমতা দিবস হিসাবে পালন করা হবে ।

ডঃ আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের খসড়া তৈরির নেপথ্যে থাকা অন্যতম ব্যক্তি যিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিলেন । তিনি ভারতের প্রথম আইনমন্ত্রীও ছিলেন ।

নিজের স্কুল-জীবন থেকেই তিনি অস্পৃশ্যতার যন্ত্রণা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন । ডঃ আম্বেদকর বম্বেতে (বর্তমানে মুম্বই) এলফিনস্টোন কলেজ থেকে স্নাতক হন । এরপর তিনি বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষার পাঠ নেন । সামাজিক ন্যায়বিচার ও সমতা সৃষ্টির জন্য মানুষের শিক্ষা এবং অবদান আমাদের জন্য গুরুত্বপূর্ণ ।

বিআর আম্বেদকর কলেজের অধ্যাপক বিজেন্দ্র সিং ইটিভি ভারতকে বলেছেন, “সমাজে কিছু অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য রয়েছে ৷ তবে পরিস্থিতি তার নিজের গতিতেই এগিয়ে চলেছে । আমরা গত দুই-তিন দশকে সমাজে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি ৷ আশা করি ভবিষ্যতে তা অব্যাহত থাকবে ৷" দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের অধ্যাপক ডঃ রতন লাল ইটিভি ভারতকে বলেন, "বাবাসাহেব আম্বেদকর এবং তাঁর আদর্শ প্রাসঙ্গিক ততদিন থাকবে, যতদিন সমাজে বৈষম্য থাকবে ৷ কারণ, তিনি সমাজিক সমতার পক্ষে ছিলেন ৷"

অথ আম্বেদকর কথা...

  • আম্বেদকরের আসল নাম ছিল আম্বভাদেকর।
  • ডঃ আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের নেপথ্য নির্মাতা ।
  • আম্বেদকরই প্রথম ভারতীয় যিনি বিদেশে অর্থনীতিতে ডক্টরেট করেছিলেন।
  • 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠায় আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
  • 1927 সালের মহাদ সত্যাগ্রহ ছিল আম্বেদকরের প্রথম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই ।
  • আম্বেদকর ভারতে কাজের সময় দৈনিক 14 ঘণ্টা কমিয়ে 8 ঘণ্টা করেছিলেন।
  • আম্বেদকরের আত্মজীবনী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়।
  • আম্বেদকর ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদের বিরোধিতা করেছিলেন ৷
  • আম্বেদকরই সর্বপ্রথম বিহার ও মধ্যপ্রদেশকে ভাগ করার পরামর্শ দেন।
  • জল ও বিদ্যুতের জন্য ভারতের জাতীয় নীতির উন্নয়নে আম্বেদকরের প্রচেষ্টা অগ্রণী ছিল।
  • ডঃ আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী । সংসদে নারী অধিকারের পক্ষে তাঁর বিলের বিরোধিতা হলে তিনি পদত্যাগ করেন ।

আরও পড়ুন:

  1. সংবিধানের মূল প্রতিলিপি এখনও প্রদর্শিত হয় গোয়ালিয়রের কেন্দ্রীয় গ্রন্থাগারে
  2. ব্রাত্য-সংঘাত আবহে বোসকে সংবিধানের পাঠ পড়াল নবান্ন, রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের
  3. বিজেপি'র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দাবি নাড্ডার; খাড়গের মতে সংবিধান বাঁচানোর লড়াই
Last Updated : Apr 14, 2024, 5:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details