পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শাশুড়ির প্রেমে হাবুডুবু বউমা ! সম্মতি না মেলায় ঘটালেন এই কাণ্ড - Same Sex Relations - SAME SEX RELATIONS

Same Sex Relations: প্রথম দেখাতেই বর নয়, শাশুড়ির প্রমে পড়ে যান বউমা ৷ জড়াতে চান সমকামী সম্পর্কেও ৷ তবে তাতে রাজি হন না শাশুড়ি ৷ তারপর স্বামীর সঙ্গে কী কাণ্ড ঘটালেন জানেন বউমা ? যে শাশুড়িকে পুলিশের দ্বারস্থ হতে হল ৷

Same Sex Relation
শাশুড়ির প্রেমে হাবুডুবু বউমা !

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 7:04 PM IST

বুলন্দশহর(উত্তরপ্রদেশ), 28 এপ্রিল:বিয়ের পর প্রেমে পড়লেন বউমা, তাও আবার কি না নিজের শাশুড়ির ! কিন্তু শাশুড়ি পুত্রবধূর সঙ্গে সমকামী সম্পর্কে জড়াতে নারাজ ৷ শাশুড়ির উপর চাপ সৃষ্টি করতে নিজের স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে বসেন বউমা । তবে তাতেও কাজ হয়নি ৷ শেষমেষ পুলিশের দ্বারস্থ হন শাশুড়ি । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশর বুলন্দশহরে ৷ পুরো বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন শাশুড়ি ৷ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

জানা গিয়েছে, দিল্লির ভজনপুরারে বসবাসকারী এক মহিলা শনিবার ছেলেকে নিয়ে এসএসপি অফিসে পৌঁছন । মহিলা পুলিশকে জানান, বুলন্দশহরের একটি গ্রামে বাড়ি তাঁর । তিনি গত কয়েক বছর ধরে দিল্লিতে বসবাস করছেন । দুই বছর আগে বুলন্দশহরের একটি গ্রামে তাঁর একমাত্র ছেলের বিয়ে হয়েছিল ।

মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর ছেলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন বউমা । বিয়ের ছয় মাস পর বিষয়টি জানাজানি হলে পায়ের নীচের মাটি সরে যায় মহিলার । বউমা জানান যে, তিনি শাশুড়িকে ভালোবাসেন এবং তিনি তাঁর স্বামীর সঙ্গে আর থাকতে চান না । মহিলা প্রতিবাদ করলে বউমা ফোনে সমকামী বিবাহ সংক্রান্ত খবর দেখান । তাঁর কথা না মানলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হবে বলেও তিনি শাশুড়িকে হুমকি দেন বলে অভিযোগ । এমনকী বউমার পরিবারেও এ বিষয়ে জানার পর নিজেদের দায় ঝেড়ে ফেলেন ।

শাশুড়ির আরও অভিযোগ, বউমা তাঁর সঙ্গে সমকামী সম্পর্ক রাখতে ক্রমাগত চাপ দিতে থাকে । শাশুড়িকে মাদক খাইয়ে তাঁর সঙ্গে অন্যায় কাজ করবে বলেও হুমকি দেয় বউমা । যখন ছেলের সঙ্গে বউমার সম্পর্ক ভাঙার কথা বলেন ওই মহিলা, তখন ছেলের শ্বশুর-শ্বাশুড়ি 20 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ । মহিলা সেলের ইনচার্জ সুনিতা মালিক বলেন, "অভিযোগ পেয়েছি ৷ আমি ভিআইপি ডিউটিতে ছিলাম । বিষয়টি তদন্ত করে দেখা হবে ।"

আরও পড়ুন:

  1. বিয়ের প্রস্তাব ফেরানোয় নাবালিকার গালে গরম লোহার রড দিয়ে নিজের নাম লিখল 'প্রেমিক'
  2. সিলভার স্ক্রিনে সমকামিতা, প্রথা ভাঙার লড়াইয়ে বরাবর এগিয়ে বিশ্ব-সিনেমা
  3. একসঙ্গে থাকতে দিতে রাজি নয় পরিবার ! আদালতের দ্বারস্থ দুই সমকামী তরুণী

ABOUT THE AUTHOR

...view details