কোটা, 2 এপ্রিল:কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর আবেদনের সময় সীমা বাড়ল ৷ন্যাশলাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা পরিচালিত করে ৷ 5 এপ্রিল পর্যন্ত করা যাবে পরীক্ষার আবেদন ৷ প্রথমে 26 মার্চ পর্যন্ত পরীক্ষার আবেদনের শেষ তারিখ থাকলেও পরে তা বাড়িয়ে 31 মার্চ করা হয়েছিল ৷ এবার তা বাড়িয়ে 5 এপ্রিল রাত 9.30 মিনিট পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন ৷ এই পরীক্ষার মাধ্যমে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান পডুয়ারা ৷ বর্ধিত সময়সীমা ইতিমধ্যেই ন্যাশলাল টেস্টিং এডজেন্সির পোর্টালে আপডেট করা হয়েছে ৷
এনটিএ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-পুরানো সিলেবাস আপডেট করেছে। পড়ুয়াদের সুবিধার্থে এনটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার এনসিইআরটি-র নতুন পাঠ্যক্রম থেকে নেওয়া হবে। শিক্ষা বিশেষজ্ঞ কমল সিং চৌহান যিনি কোটার একটি বেসরকারি কোটিং ইনস্টিটিউটে শিক্ষকতার সঙ্গে যুক্ত ৷ তিনি বলেন, "এনসিইআরটি-র নতুন পাঠ্যসূচিতে রয়াসন বিভাগে 6টি অধ্যায় আছে, জীবনবিজ্ঞানে 3টি অধ্য়ায় কমিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি পদার্থবিদ্যা ও গণিতের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে ৷"
এর আগেও কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিলেবাসে পরিবর্তন করা হয়েছিল ৷ জয়েন্টে এন্ট্রাস টেস্ট ও এইইটি সিলেবাসে সরিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা থেকে ৷ 15 থেকে 31 মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর কমন এন্ট্রাস টেস্টে 16 লাখ শিক্ষার্থী আবেদন করেছিলেন । এরপর প্রায় 14.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসেন ৷
নতুন সিলেবাস প্রসঙ্গেই কমল সিং চৌহান বলেন, "যে জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এনসিইআরটি) জাতীয় শিক্ষা নীতি 2020 এর কথা মাথায় রেখে সিলেবাস পরিবর্তন করেছে ৷ নতুন সিলেবাসে পাঠ্যক্রমটি হ্রাস করা হয়েছে । তাঁক কথায় পডুয়াদের ভালো ও জাতীয় শিক্ষানীতির কথা ভেবেই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিলেবাস পরিবর্তন করা হয়েছে ৷ সিলেবাসে যে সমস্ত ত্রুটি ছিল তাও পরিবর্তন করা হয়েছে ৷ অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের 12তম পরীক্ষা নতুন পাঠ্যক্রেমে হবে ৷
কমল সিং চৌহানের মতে, জীববিজ্ঞান থেকে প্রজনন, খাদ্য উৎপাদন বৃদ্ধির কৌশল এবং পরিবেশগত সমস্যাগুলি জীববিজ্ঞান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। একই সময়ে, ইকোসিস্টেম অধ্যায় থেকে পরিবেশগত উত্তরাধিকার এবং পুষ্টির সাইক্লিং, জীব এবং জনসংখ্যা অধ্যায় থেকে অ্যাবায়োটিক ফ্যাক্টর এবং মিথস্ক্রিয়াগুলির মতো বিষয়গুলি সরিয়ে দেওয়া হয়েছিল। রসায়নে সলিড স্টেট, সারফেস কেমিস্ট্রি, পলিমার, দৈনন্দিন জীবনে রসায়ন, পি ব্লক এলিমেন্টস এবং ধাতুবিদ্যার অধ্যায়গুলি সরানো হয়েছে।
এছাড়াও যেখানে গণিত থেকে, রিলেশন এবং ফাংশন থেকে বাইনারি, ইনভার্স এবং কম্পোজিট ফাংশন, ডেরিভেটিভস থেকে ট্যানজেন্ট এবং নরমাল এবং 3D জ্যামিতি থেকে বেশ কয়েকটি বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে। একইভাবে, পদার্থবিদ্যায়, ইলেক্ট্রোস্ট্যাটিক্স ইউনিট থেকে ভ্যান ডি গ্রাফ জেনারেশন, পটেনশিওমিটার, কারেন্ট ইলেক্ট্রিসিটি ইউনিট থেকে নীতি ও প্রয়োগ, কারেন্টের ম্যাগনেটিক ইফেক্ট এবং ম্যাগনেটিজম ইউনিট থেকে সাইক্লোট্রন বিষয়গুলি সরানো হয়েছিল।
আরও পড়ুন:
- ঈদের আগের দিন পরীক্ষা! অসন্তুষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
- লোকসভা ভোটের জেরে পিছিয়ে গেল সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা
- নয়া মিশন ইসরোর, বায়ুসেনার হেলিকপ্টার থেকে সফল অবতরণ 'পুষ্পকে'র