বিষ্ণুপুর (মণিপুর), 27 এপ্রিল: ভোট মিটতেই ফের অশান্ত মণিপুর ৷ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া কুকি জঙ্গিদের আক্রমণে মৃত্যু হয়েছে দুই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ানের ৷ ঘটনাটি ঘটেছে মণিপুরের নারানসেনা এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, গতকাল মধ্যরাত থেকে 2টো 15 মিনিট পর্যন্ত সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায় কুকি জঙ্গিরা । এই ঘটনায় যে দু’জন জওয়ান প্রাণ হারিয়েছেন তাঁরা রাজ্যের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় মোতায়েন করা সিআরপিএফ 128 ব্যাটেলিয়নের ।
এ দিকে মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রদীপ কুমার ঝাঁ শুক্রবার জানিয়েছেন, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মণিপুরে ভোটদানের হার ভালো এবং দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, "শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত মণিপুরে ভোটের হার 75 শতাংশের মধ্যে ছিল । দ্বিতীয় ধাপের ভোটে বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । কেবল একটি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খারাপের বিষয়ে রিপোর্ট করা হয়েছে । এছাড়া কোনও বড় ধরনের গণ্ডগোলের খবর পাওয়া যায়নি ৷"