পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুরীর জগন্নাথ মন্দিরে বড়সড় ফাটল ! কীসের ইঙ্গিত ? - PURI SHREE JAGANNATH TEMPLE

পুরীর 1200 বছরের পুরনো জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে মেঘনাদ প্রাচীর ৷ শ্রীমন্দিরের এই প্রাচীরেই দেখা দিয়েছে একাধিক ফাটল ৷

PURI SHREE JAGANNATH TEMPLE
জগন্নাথ মন্দিরে বড়সর ফাটল ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 5:34 PM IST

পুরী, 4 নভেম্বর: পুরী শ্রী জগন্নাথ মন্দিরের মেঘনাদ সীমানা প্রাচীরে বড় ফাটল দেখা গিয়েছে। আর এই ফাটল দিয়ে মন্দিরের আনন্দবাজারের বর্জ্য এবং জল বের হচ্ছে। মেঘনাদ সীমানা প্রাচীরের উপরিভাগে একাধিক ফাটলের সঙ্গেই শ্যাওলার পুরু আস্তরণও পড়েছে, যার জেরে ফাটল আরও বড় হতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

জানা গিয়েছে, 1200 বছরের পুরনো জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বিরাট পাঁচিল। সেই পাঁচিলের বাইরেই রয়েছে আনন্দবাজার। এখান থেকেই জগন্নাথদেবের মহাপ্রসাদ পাওয়া যায়। সেই আনন্দবাজার থেকেই বর্জ্য জল এসে পড়ছে মন্দিরের পাঁচিলে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকায় ফাটল ধরছে মেঘনাদ প্রাচীরে।

ভক্ত ও সেবায়েতরা মন্দির প্রাচীরের অবস্থা সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ৷ পাশাপাশি জরুরি মেরামতের উপরও জোর দিয়েছেন তারা। মন্দিরের সেবায়েতদের দাবি, এই ফাটলগুলি ধীরে ধীরে মন্দিরের মূল কাঠামোকে দুর্বল করে দিচ্ছে । শ্রীমন্দির প্রশাসক অরবিন্দ পাধী, বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, মন্দির প্রসাশন ইতিমধ্যেই মেঘনাদ সীমানা প্রাচীর পরিষ্কারের কাজও শুরু করেছে ৷ যে জল সেখান থেকে বেরিয়ে আসছে তা-ও পরিষ্কার করা হচ্ছে ৷

রবিবার রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন আশ্বাস দিয়ে জানিয়েছেন, প্রয়োজনীয় মেরামত ও পুনরুদ্ধারের কাজ শীঘ্রই করা হবে। আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন পরিস্থিতির গুরুত্ব দেখে জরুরি ভিত্তিতে বৈঠকও করেছেন ৷ তিনি বলেন, "বড় কোনও সমস্যা না হয়, তার জন্য অবিলম্বে মেরামতির কাজ শুরু করা হবে । অতীতে কিছু ভুলের কারণে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে ।" তিনি প্রাক্তন বিজেডি সরকার দ্বারা পরিচালিত মন্দির চত্বরের চারপাশে পূর্ববর্তী নির্মাণ কাজের প্রভাবের দিকেই ইঙ্গিত করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details