মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 12 অক্টোবর:মামাতো বোনকে গত 8 মাস ধরে লাগাতার 'ধর্ষণ' ৷ শুধু তাই নয়, নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলতে মা ও ভাইয়ের সাহায্য নিয়ে তাকে গর্ভপাতের ওষুধ দেওয়ার নাম করে অ্য়াসিড খাওয়ানোরও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তরপ্রদেশের মোরাদাবাদে ৷ ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে দোষীদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷
সূত্রের খবর, 8 মাস আগে মামা বাড়ি ঘুরতে গিয়েছিলেন অভিযুক্ত দাদা ৷ সেই সময় থেকে লাগাতার মামার নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন তিনি ৷ এরপর শারীরিক সমস্যা দেখা দিলে পিসতুতো দাদার কাছে সব কথা বলে নির্যাতিতা ৷ জানা যায়, সে গর্ভবতী ৷ সমস্যার সমাধানের জন্য নির্যাতিতাকে তাঁর মায়ের কাছে যেতে বলেন অভিযুক্ত যুবক ৷
অভিযোগ, সেই সময় গর্ভপাতের ওষুধের অজুহাতে নাবালিকাকে অ্যাসিড খাওয়ান পিসি ও তাঁর আর এক ছেলে ৷ এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নির্য়াতিতা নাবালিকাকে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয় ৷ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় দিল্লিতে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা ৷
ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ অ্যাসিড খাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে নির্যাতিতা ৷ জ্ঞান ফিরতে সমস্ত ঘটনা পরিবারের সদস্যকে জানায় সে ৷ এরপরই তিনজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা ৷