পশ্চিমবঙ্গ

west bengal

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় অংশগ্রহণ ঐশ্বরিক অভিজ্ঞতা, বলছেন 15 যজমান দম্পতি

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 5:49 PM IST

Ram Lalla Consecration Ceremony: সোমবার অযোধ্যায় নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ 16 জানুয়ারি থেকে এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হয় ৷ সেদিন থেকে 15 জোড়া দম্পতি যজমান হিসেবে পুজোয় অংশ নেন ৷ তাঁরা জানিয়েছেন যে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে ৷

ETV Bharat
ETV Bharat

অযোধ্যা, 23 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় 15 দম্পতি মুখ্য যজমান হিসেবে উপস্থিত ছিলেন ৷ সোমবার ওই পুজোয় অংশ নেওয়া নিয়ে তাঁদের প্রতিক্রিয়া, "ঐশ্বরিক অভিজ্ঞতা ও একটি গর্বের মুহূর্ত ৷" তাঁরা জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাঁদের সারাজীবন মনে থাকবে ৷

এই 15 দম্পতির মধ্যে পৌরহিত্য়ের দায়িত্বে ছিলেন আরএসএস নেতা অনিল মিশ্র ও তাঁর স্ত্রী ৷ অনিল মিশ্র শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্রের 15 জন ট্রাস্টির অন্যতম ৷ তাঁদের সঙ্গে বাকি 14 দম্পতিকে সমাজের বিভিন্ন অংশ থেকে বেছে নেওয়া হয়েছিল ৷ সেই তালিকায় দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি ও উচ্চবর্ণের প্রতিনিধিও ছিলেন ৷ সারা দেশ থেকে এঁদের বাছা হয়েছিল ৷ 16 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয় ৷ সেদিন থেকেই তাঁরা পুজোয় অংশ নিয়েছেন ৷

ডোম রাজা মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে চিতা জ্বালানোর কাজে নেতৃত্ব দেন ৷ তিনি হরিজনদের মধ্যে সর্বনিম্ন উপজাতির রাজা হিসাবে বিবেচিত হন । সেই ডোম রাজার পরিবারের তরফে অনিল চৌধুরি ও তাঁর স্ত্রী স্বপ্নাদেবী ছিলেন অন্যতম যজমান ৷ অনিল চৌধুরি বলেন, "দিনটি আমাদের স্মৃতিতে চিরকালের জন্য খোদাই করা থাকবে । অনুষ্ঠান চলাকালীন আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ৷ কারণ, এটি এমন একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল ৷"

'যজমান' তালিকায় অন্যরা হলেন - রাজস্থানের উদয়পুরের রামচন্দ্র খারাদি, অসমের রাম কুই জেমি, রাজস্থানের জয়পুরের গুরুচরণ সিং গিল, তামিলনাড়ুর আদালারাসান, কর্ণাটকের লিঙ্গরাজ বাসভরাজ এবং মহারাষ্ট্রের বিঠল রাও কাম্বলে । এছাড়াও যজমানদের মধ্যে মহারাষ্ট্রের লাতুরের ঘুমান্তু সমাজ ট্রাস্টের মহাদেব রাও গায়কওয়াড়, লখনউয়ের দিলীপ বাল্মিকি, কাশীর কবীন্দ্র প্রতাপ সিং ও কৈলাস যাদব, হারদোইয়ের কৃষ্ণ মোহন ও উত্তর প্রদেশের মুলতানি লোহার সম্প্রদায়ের রমেশ জৈন এবং হরিয়ানার পালওয়ালের অরুণ চৌধুরি ছিলেন ।

বিঠল রাও কাম্বলে বলেন, "এটি ছিল আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত । এমন একটি অপূর্ব অভিজ্ঞতা… যখন আমরা ভিতরে ছিলাম, তখন আমাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । শুধুমাত্র একটি ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়া যে কারও জন্য একটি বড় ব্যাপার এবং আচার-অনুষ্ঠান সম্পাদন করা… আর কী আমি ভগবান রামের কাছে চাইতে পারতাম ।"

উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান যজমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠান ঘিরে সারা দেশে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে ৷ বিশিষ্ট অতিথিরা তো সেখানে উপস্থিত ছিলেনই ৷ পাশাপাশি হাজার-হাজার সাধুসন্তরা ছিলেন ৷ পাশাপাশি টিভিতেও লাইভ টেলিকাস্ট অনেকে দেখেছেন ৷

তবে বারাণসীর গোবর্ধন পুজো সমিতির আহ্বায়ক ও একটি জেলা সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর কৈলাস যাদব, যিনি যজমান হিসেবে ছিলেন, তিনি বলেন, "অযোধ্যায় যে ধরনের পরিবেশ দেখা গিয়েছে, তা টিভিতে দেখলে বোঝা যাবে না । যখন আমরা জানতে পারলাম যে আমাদের যজমান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করতে পারিনি । এটা অবশ্যই ভগবান রামের ইচ্ছা ছিল যে আমাদের আচার পালনের জন্য বেছে নেওয়া হয়েছে ।"

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  2. সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল, পুরুষোত্তমের প্রত্যাবর্তনে রামরাজ্য মোদিময়
  3. পুরুষোত্তমের প্রত্যাবর্তনে মাতোয়ারা অযোধ্যা, রামরাজ্যে আজ অকাল দীপাবলি

ABOUT THE AUTHOR

...view details