পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্র-দিল্লি পুলিশ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে, দাবি আম আদমি পার্টির - CONSPIRACY TO KILL KEJRIWAL

কেন্দ্র এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছে আম আদমি পার্টি (AAP)।

Arvind Kejriwal and Delhi Chief Minister Atishi
দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (পিটিআই)

By PTI

Published : Jan 25, 2025, 9:43 AM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: সম্প্রতি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ৷ তারপরই আম আদমি পার্টি (AAP) শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে দলের সুপ্রিমো কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ করেছে এবং নির্বাচন কমিশনকে পঞ্জাব পুলিশের দেওয়া নিরাপত্তা পুনর্বহাল করার অনুরোধ জানিয়েছে৷

দলের সদর দফতরে এক সংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন যে, তাঁরা নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) জন্য উপযুক্ত জায়গা নিশ্চিত করতে ৷ পাশাপাশি, কেজরিওয়ালের নিরাপত্তা পুনর্বহাল করার দাবি জানিয়েছে পঞ্জাব পুলিশ৷

কেজরিওয়ালের উপর প্রাণঘাতী হামলার ক্ষেত্রে তদন্তের দাবি উঠেছে আম আদমি পার্টির তরফে৷ কেজরিওয়ালের উপর প্রাণঘাতী হামলার তদন্তের দাবি উঠেছে৷ দলের অভিযোগ, কেন্দ্রের অধীনস্থ দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ মেনে কেজরিওয়ালের উপর হামলার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে৷

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর অভিযোগ, "কেজরিওয়ালকে হত্যার এই ষড়যন্ত্রে দুই পক্ষ জড়িত, বিজেপি এবং দিল্লি পুলিশ৷ দু'পক্ষই কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে৷ কেজরিওয়ালের উপর একের পর এক হামলার চেষ্টা করা হয়েছে৷ গত অক্টোবরে কেজরিওয়ালের ওপর হামলা হয়েছিল৷ আমাদের তদন্তে জানা গিয়েছে হামলাকারীরা বিজেপি কর্মী ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷"

তিনি আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে কেজরিওয়ালের নিরাপত্তা পুনর্বহাল করার দাবি জানিয়েছি৷ আমরা দিল্লি পুলিশকে বিশ্বাস করি না ৷ কারণ, এটি অমিত শাহের নিয়ন্ত্রণে রয়েছে৷" আম আদমি পার্টি অভিযোগ, দিল্লির নির্বাচনের আগে বিজেপি 'নোংরা রাজনীতি'র আশ্রয় নিয়ে কেজরিওয়ালের নিরাপত্তা সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে৷

আরও পড়ুন
কেজরির গাড়ির উপর হামলা, উড়ে এল ইট-পাথর
কেজরির মুখোমুখি আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র- নিউ দিল্লি আসনে তারকা-সংঘাত

ABOUT THE AUTHOR

...view details