পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসকাণ্ড প্রশাসনিক গাফিলতি, স্বজনহারাদের সঙ্গে দেখা করে মন্তব্য রাহুলের - Hathras Stampede - HATHRAS STAMPEDE

Rahul Gandhi Visit Hathras: যোগীরাজ্যের হাথরসে সৎসঙ্গে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 123। শুক্রবার সকালে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা ৷ সেইসঙ্গে রাহুল বলেন, "প্রশাসনিক গাফিলতি রয়েছে ৷"

Rahul Gandhi Visit Hathras
রাহুল গান্ধি (ছবি এএনআই এক্স হ্যান্ডেলের সৌজন্যে)

By ANI

Published : Jul 5, 2024, 8:57 AM IST

Updated : Jul 5, 2024, 3:34 PM IST

হাথরস, 5 জুলাই:হাথরসে পদপিষ্টে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার রাহুল মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 123, যা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাহুল স্বজনহারাদের কথা শুনে বলেন, "আমি রাজনৈতিকভাবে এখানে কিছু বলতে চাই না ৷ তবে, প্রশাসনিক গাফিলতি রয়েছে ৷"

মঙ্গলবার, 2 জুলাই বিকেল 3টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরস জেলায় একটি সৎসঙ্গের অনুষ্ঠানে ৷ এরপর হাথরসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে । স্থানীয় প্রশাসন 80 হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, ঘটনার দিন উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। হাথরস পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই দু'জন মহিলা-সহ 6 জন সেবাদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকর পলাতক, এমনটাই জানিয়েছেন পুলিশের শীর্ষকর্তা ৷

এদিন রাহুল গান্ধি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর মৃতদের পরিবারের এক সদস্য সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, "রাহুল গান্ধি আমাদের বলেছেন, তিনি আমাদের সাহায্য করবেন ৷ তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে এমন ঘটনা ঘটল ?" এদিন ওই পরিজন আরও বলেছেন, "ঘটনার দিন প্রশাসনের আধিকারিকদের সেভাবে দেখা যায়নি ৷ মেডিক্যালের তরফে অনেক গাফিলতি ছিল ৷"

এর আগে বুধবার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মর্মান্তিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।" মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু 50 হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে তিনি।এলাহাবাদের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে তিন সদস্যের ওই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

Last Updated : Jul 5, 2024, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details