নয়াদিল্লি, 27 নভেম্বর:আদানি ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ৷ তাঁর অভিযোগ, গৌতম আদানিকে কেন্দ্র বাঁচানোর চেষ্টা করছে ৷ ঘুষকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর এ দেশে গৌতম আদানিকে গ্রেফতারের দাবি তুলেছেন রাহুল ৷ তাঁর প্রশ্ন, বিরোধী দলের নেতাদের সামান্য অভিযোগে জেলে যেতে হচ্ছে ৷ সেখানে কেন গৌতম আদানিকে এত বড় দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হবে না ৷
বুধবার লোকসভার বাইরে সংবাদ মাধ্যমকে রাহুল বলেন, "শতাধিক মানুষকে 'সামান্য' অভিযোগে গ্রেফতার করা হচ্ছে এদেশে ৷ তাহলে আদানি কেন জেলে যাবেন না ?" উল্লেখ্য, আদানি গ্রুপের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগে মামলা দায়ের হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে ৷ কিন্তু, সেখানে ইউএস ফরেন কোরপট প্র্যাক্টিসেস অ্যাক্টের আওতায় আদানিদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷
আদানি গোষ্ঠীর দাবি, গৌতম আদানি এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৷ যার প্রেক্ষিতে কেবলমাত্র জরিমানা করা যেতে পারে ৷ আদানিদের তরফে এই বিবৃতির পরেই আজ লোকসভার বাইরে গৌতম আদানির গ্রেফতারির দাবি করেছেন রাহুল ৷
তিনি বলেন, "আপনারা মনে করেন আদানিরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করবে ? কোন দুনিয়ায় আপনারা বাস করছেন ! অবশ্যই তিনি এখন সব অভিযোগ অস্বীকার করবেন ৷ আসল কথা হল, তাঁকে গ্রেফতার করতেই হবে ৷ আমরা যেমন বলেছি, ছোটখাটো অভিযোগে শতাধিক লোককে গ্রেফতার করা হচ্ছে এবং আর এই ভদ্রলোককে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার-হাজার কোটি টাকা ঘুষের জন্য অভিযুক্ত করা হয়েছে ৷ তাঁকে জেলে যেতেই হবে...সরকার তাঁকে নিরাপত্তা দিচ্ছে ৷"
উল্লেখ্য, এর আগে আদানিদের আইনজীবী মুকুল রোহতগি দাবি করেছিলেন, শিল্পপতি এবং তাঁর সহকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ নেই ৷ আর ঘুষ দেওয়ার অভিযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ৷ কে ঘুষ দিয়েছেন, কাকে ঘুষ দেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি ৷