পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুর্ঘটনার কবলে টিকারাম জুলির গাড়ি, হাত ভাঙল কংগ্রেস নেতার - TIKA RAM JULLY Road Accident - TIKA RAM JULLY ROAD ACCIDENT

TIKA RAM JULLY: পথ দুর্ঘটনায় আহত রাজস্থান বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস নেতা টিকারাম জুলি ৷ একটি নীল গাইকে ধাক্কা মারে বিধায়কের গাড়িটি । চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় কংগ্রেস নেতার হাত ভেঙে গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 8:07 AM IST

Updated : Jun 6, 2024, 8:37 AM IST

দৌসা, 6 জুন:দুর্ঘটনার কবলে রাজস্থানের বিরোধী কংগ্রেস নেতা টিকারাম জুলির গাড়ি ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি ৷ বুধবার রাত আনুমানিক 10টা 15 মিনিট জয়পুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার জেরে হাতে চোট লেগেছে কংগ্রেস নেতার ৷ তাঁর হাত ভেঙেছে বলে খবর । বিরোধী দলের নেতার দুর্ঘটনার খবর পাওয়ার পর, দৌসার নবনির্বাচিত সাংসদ মুরারিলাল মীনা-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে জেলা হাসপাতালে যান।

পুলিশ সূত্রে খূবর, দুর্ঘটনার সময় বিরোধী দলের নেতা-সহ বেহরোর প্রাক্তন বিধায়ক বলজিৎ যাদবও গাড়িতে উপস্থিত ছিলেন। বুধবার আলওয়ারে কংগ্রেস কর্মীদের বৈঠকে প্রাক্তন বিধায়ক বলজিৎ যাদব কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছিলেন। বৈঠকের শেষে প্রাক্তন বিধায়ক বলজিৎ যাদবের সঙ্গে আলওয়ার থেকে জয়পুর যাচ্ছিলেন বিরোধীদলীয় নেতা টিকারাম জুলি।

পুলিস সূত্রে খবর, 21 নম্বর জাতীয় সড়ক দিয়ে জয়পুর যাচ্ছিল ৷ সদর থানা এলাকার ভান্ডারেজের কাছে হঠাৎ তাঁর গাড়ির কাছে একটি নীলগাই চলে আসে । কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে নীলগাইটিকে ধাক্কা মারে গাড়িটি । গুরুতর আহত হন ও হাতে চোট লাগে কংগ্রেস নেতার ৷ চিকিৎসার জন্য দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার, ডেপুটি এসপি রবি শর্মা এবং অনেক উচ্চ পদস্থ আধিকারিকও বিরোধী (কংগ্রেস) নেতার শারীরিক পরিস্থিতি জানতে জেলা হাসপাতালে পৌঁছন ।

মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা

ঘটনা প্রসঙ্গেই দৌসার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহান লাল জানান, রাস্তার উপর হঠাৎ নীলগাই চলে আসার ফলে গাড়ির দুর্ঘটনাটি ঘটেছে । গাড়িতে বেহরোর প্রাক্তন বিধায়ক বলজিত যাদব ও আরও কয়েকজন কংগ্রেস নেতা উপস্থিত থাকলেও, তাঁরা কেউ আহত হননি। পুলিশের মতে, বিরোধী নেতা জুলি এবং প্রাক্তন বেহরোর বিধায়ক বলজিৎ যাদব এবং অন্যান্য নেতারা দুর্ঘটনার পরে গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান।

বাসের উপর পাথর বোঝাই লরি উলটে মৃত 11 পুণ্যার্থী, জখম 10

Last Updated : Jun 6, 2024, 8:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details