দৌসা, 6 জুন:দুর্ঘটনার কবলে রাজস্থানের বিরোধী কংগ্রেস নেতা টিকারাম জুলির গাড়ি ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি ৷ বুধবার রাত আনুমানিক 10টা 15 মিনিট জয়পুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার জেরে হাতে চোট লেগেছে কংগ্রেস নেতার ৷ তাঁর হাত ভেঙেছে বলে খবর । বিরোধী দলের নেতার দুর্ঘটনার খবর পাওয়ার পর, দৌসার নবনির্বাচিত সাংসদ মুরারিলাল মীনা-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে জেলা হাসপাতালে যান।
পুলিশ সূত্রে খূবর, দুর্ঘটনার সময় বিরোধী দলের নেতা-সহ বেহরোর প্রাক্তন বিধায়ক বলজিৎ যাদবও গাড়িতে উপস্থিত ছিলেন। বুধবার আলওয়ারে কংগ্রেস কর্মীদের বৈঠকে প্রাক্তন বিধায়ক বলজিৎ যাদব কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছিলেন। বৈঠকের শেষে প্রাক্তন বিধায়ক বলজিৎ যাদবের সঙ্গে আলওয়ার থেকে জয়পুর যাচ্ছিলেন বিরোধীদলীয় নেতা টিকারাম জুলি।
পুলিস সূত্রে খবর, 21 নম্বর জাতীয় সড়ক দিয়ে জয়পুর যাচ্ছিল ৷ সদর থানা এলাকার ভান্ডারেজের কাছে হঠাৎ তাঁর গাড়ির কাছে একটি নীলগাই চলে আসে । কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে নীলগাইটিকে ধাক্কা মারে গাড়িটি । গুরুতর আহত হন ও হাতে চোট লাগে কংগ্রেস নেতার ৷ চিকিৎসার জন্য দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার, ডেপুটি এসপি রবি শর্মা এবং অনেক উচ্চ পদস্থ আধিকারিকও বিরোধী (কংগ্রেস) নেতার শারীরিক পরিস্থিতি জানতে জেলা হাসপাতালে পৌঁছন ।