নয়াদিল্লি, 27 নভেম্বর: সাংসদ হিসাবে শপথ নেবেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তার আগে বুধবার তাঁকে শুভেচ্ছা জানালেন কংগ্রেসের নেতা, কর্মীরা ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা জীবনের প্রথম নির্বাচনে কেরলের ওয়েনাড় লোকসভা থেকে 4 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ৷ ছাপিয়ে গিয়েছেন দাদা রাহুল গান্ধির জয়ের ব্যবধানকেও ৷
28 নভেম্বর, আগামিকাল শপথ নেওয়ার আগে আজ তাঁকে শুভেচ্ছা জানালেন, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রী, নেতারা ৷ তাঁদের মধ্যে অন্যতম কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, তেলেঙ্গানার মন্ত্রী পুনম প্রভাবক, দিল্লি কংগ্রেসের সভাপতি কোয়াজি নিজামুদ্দিন ৷
তাঁরা জানান, দীর্ঘ 20 বছর ধরে তাঁরা এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন ৷ ওয়েনাড়ের নেতারা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার হাতে লোকসভা উপ-নির্বাচনে জয়ের শংসাপত্র তুলে দেন ৷ সেই সময় হাজির ছিলেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধিও ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদকও ওয়েনাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন ৷ দলীয় সূত্রে খবর, শপথ নেওয়ার পর 29 নভেম্বর প্রিয়াঙ্কা ওয়েনাড়ে যাবেন ৷ 1 ডিসেম্বর সেখানে একটি মেগা রোড শো করে ভোটারদের কৃতজ্ঞতা জানাবেন ৷
শপথ নেওয়ার আগের দিন বোন প্রিয়াঙ্কাকে মিষ্টি মুখ করাচ্ছেন দাদা রাহুল (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল) কংগ্রেসের লোকসভা সাংসদ মহম্মদ জাওয়ার ইটিভি ভারতকে বলেন, "শুধু কংগ্রেস নেতারাই নয়, সাধারণ মানুষও তাঁর সংসদে প্রবেশের জন্য 20 বছর ধরে অপেক্ষা করেছেন ৷ তাঁর উপস্থিতি সংসদে নতুন শক্তির সঞ্চার করবে ৷ বৃহস্পতিবার তাঁর শপথ নেওয়ার কথা ৷ তিনি সংসদ চত্বরে প্রবেশ করলেই আমরা সবাই তাঁকে স্বাগত জানিয়ে সংসদে নিয়ে যাব ৷" তিনি জোর দিয়ে জানান কংগ্রেস সদস্যরা তো বটেই, প্রিয়াঙ্কার হাজিরা ট্রেজারি বেঞ্চকেও উৎসাহিত করবে ৷
এবার সংসদে মা সোনিয়া গান্ধি এবং দাদা রাহুল গান্ধির সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও ৷ অর্থাৎ গান্ধি পরিবারের তিনজন এবার সংসদ-সদস্য হলেন ৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবার লোকসভা ভোটে লড়েননি ৷ তাঁকে রাজস্থান থেকে রাজ্যসভায় পাঠিয়েছে কংগ্রেস ৷ 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা চার বার তিনি রায়বরেলি থেকে সাংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন ৷
এবার তাঁর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হন রাহুল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি মায়ের আসন ছাড়াও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ওয়েনাড় থেকে নির্বাচনে লড়েন ৷ কেরলের ওয়েনাড় থেকে রাহুল পেয়েছিলেন 6 লক্ষ 47 হাজার 445টি ভোট ৷ রায়বরেলি থেকে 6 লক্ষ 87 হাজার 649টি ভোট ৷ দু'টি কেন্দ্রেই 3 লক্ষেরও বেশি ভোটে বিপুল জয় পেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷
এরপর তিনি ওয়েনাড় আসনটি ছেড়ে দেন ৷ 17 জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন ওয়েনাড় থেকে লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা ৷ 13 নভেম্বর ওয়েনাড়ে উপ-নির্বাচন হয় ৷ এটাই কংগ্রেসের সাধারণ সম্পাদকের প্রথম নির্বাচন ৷ এর আগে তিনি মা সোনিয়া এবং দাদা রাহুলের হয়েই প্রচার করে গিয়েছেন ৷ 1999 সালে মা সোনিয়ার হয়ে কর্ণাটকের বেলারি আসনে প্রথম প্রচার করছিলেন প্রিয়াঙ্কা ৷ সে সময় তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, প্রচারসঙ্গী হলেও নির্বাচনী রাজনীতিতে তাঁর আসতে ঢের দেরি ৷ 25 বছর পর তা বাস্তবায়িত হল ৷