আমেঠি, 4 জুন: আমেঠি পুনরুদ্ধার করল কংগ্রেস শিবির ৷ একইসঙ্গে হাত শিবিরের মিথ অটুট রইল রায়বরেলিতে ৷ অর্থাৎ, গান্ধি পরিবারের হাতেই থাকল রায়বরেলি ৷ আমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে থেকে হেরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ আর তারপরই কংগ্রেস প্রার্থী সাফ জানিয়েছেন, এটা আমেঠির মানুষ এবং গান্ধি পরিবারেরই জয়।
2019-এ এই আমেঠি থেকেই ভোটে লড়েছিলেন রাহুল গান্ধি ৷ সেবার অবশ্য স্মৃতি ইরানির কাছেই পরাজিত হয়েছিলেন রাহুল ৷ সেই আসন ফের ফিরে এল কংগ্রেসের হাতেই ৷ দীর্ঘদিন কংগ্রেস বিশেষত গান্ধি পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ আসন এবার ফের পুনরুদ্ধার হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ কিশোরীলাল শর্মা এনআইকে বলেন, "এটি গান্ধি পরিবার এবং আমেঠির জনগণের বিজয় ৷ এখনও কিছু গণনা বাকি আছে, তাই আমি এখন এটিকে জয় বলব না ৷" কংগ্রেস প্রার্থী আরও বলেন, "আমি এই নির্বাচনে লড়িনি, আমেঠির মানুষই যা করার করেছে।" গান্ধি পরিবার আমাকে টিকিট দিয়েছে এবং আমাকে একটি দায়িত্ব দিয়েছে ৷ আমি মনে করি আমি তাদের প্রত্যাশা পূরণ করছি।"