পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতার মন্তব্যে দিল্লি পুলিশে অভিযোগ, কিন্তু কেন? - Complaint Against Mamata Banerjee

Mamata Banerjee: দিল্লি পুলিশে কাছে অভিযোগ দায়ের হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ৷ অভিযোগকারী সুপ্রিম কোর্টের আইনজীবীর দাবি, দলের সভা থেকে মমতা যা বলেছেন তা দেশবিরোধী ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 9:26 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট:বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের ৷ অভিযোগকারী দেশের শীর্ষ আদালতের আইনজীবী বিনীত জিন্দাল ৷ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা জ্বললে দিল্লিও জ্বলবে ৷" একথা দেশবিরোধী, বলে মনে করেছেন বিনীত ৷ উল্লেখ্য়, এই 'হুঁশিয়ারি'র পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক পালটা তোপ দেগেছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ আইনজীবীর। 'বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে' এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসাধারণের উপর যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর এহেন বক্তব্য, দেশে অস্থিরতা তৈরি করতে পারে । দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকেও প্রশ্নের মুখে ফেলে দেয় ৷ প্রসঙ্গত, মেয়ো রোডের সভা থেকে মমতা বলেন, "কেউ কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না।'' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেও তিনি মন্তব্য করে মমতা বলেন, "আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? আপনার চেয়ারটা আমরা টলমল করে দিতে চান।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details