বানিহাল (জম্মু), 8 জানুয়ারি: ভারতীয় রেলের ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা ৷ কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের দূরত্ব ঘুচতে চলেছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কাটরা থেকে বানিহাল পর্যন্ত ট্রেন চলাচলের জন্য দরকারি স্পিড ট্রায়াল পরীক্ষা সফল হয়েছে ৷ মঙ্গলবারের পর বুধবারও এই ট্রায়াল রান হয়।
রেলওয়ে সেফটি'র (সিআরএস) নর্দান সার্কলের কমিশনার দীনেশ চাঁদ দেশওয়াল কাশ্মীর থেকে দেশের বাকি অংশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সদর্থক ইঙ্গিত দিয়েছেন ৷ পরীক্ষামূলক ট্রেন চলাচলের পর বানিহাল দেশওয়াল সাংবাদিকদের জানান, তাঁর দলটি এবার কাটরা ফিরে যাবে ৷ কাশ্মীর থেকে দেশের বাকি অংশের ট্রেন সংযোগ স্থাপন করা যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কাটরা থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দেখা হবে ৷
তিনি বলেন, "কাটরা থেকে বানিহাল পর্যন্ত রাস্তাটা ভৌগোলিক দিক দিয়ে চ্যালেঞ্জিং ৷ সেই জায়গায় প্রতি ঘণ্টায় 110 কিমি বেগে 180 ডিগ্রি রাইজিং গ্রেড পরীক্ষা সফল হয়েছে ৷ ভারতীয় রেলওয়েতে একটা নতুন ইতিহাস লেখা হল ৷ ট্রায়াল রানে কোনও বিপত্তির সৃষ্টি হয়নি ৷ আমরা সন্তুষ্ট ৷ এর কৃতিত্ব আমাদের ইঞ্জিনিয়ারদের । তাঁরা এই দুর্দান্ত কাজটি করেছেন ৷" এই ট্রায়াল রানের ভিডিয়ো পোস্ট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷