ভোপাল, 2 নভেম্বর: ক্রমশ বাড়ছে হাতি মৃত্যুর সংখ্যা ৷ সম্প্রতি বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে (Bandhavgarh Tiger Reserve) বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছে ৷ তারপরেই শুক্রবার ভোপালে জরুরি বৈঠক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতির মৃত্যুর সংখ্যা বেড়ে 10 হয়ে গিয়েছে ৷
বুধবার সন্ধ্যায় বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের ডেপুটি ডিরেক্টর পিকে ভার্মা জানিয়েছেন, একটি হাতির চিকিৎসা চলছে ৷ মঙ্গলবার বান্ধবগড়ে 13টি হাতির পাল থেকে 4টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ আরও চারটি হাতি স্বাভাবিক চলাফেরার সময়েই অসুস্থ হয়ে পড়ে, তারপর সেগুলিকে উদ্ধার করা হয় ।
খবর পেয়ে বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করেন যে, এটি 13টি হাতির একটি পাল । তাদের মধ্যে দু’টি স্বাভাবিক ও সুস্থ ৷ বাকি অসুস্থ হাতিগুলির চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ওই বন আধিকারিক । তিনি আরও জানান, চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে আরও তিনটি হাতি মারা যায় ৷ বুধবার আরও একটি হাতির মৃত্যু হয় ৷ ফলে মৃত হাতির সংখ্যা বেড়ে হয়েছে 10টি ।
মধ্যপ্রদেশ বন বিভাগ তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, ‘‘বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতির মৃত্যুর ঘটনার সর্বশেষ আপডেট । মোট আটটি হাতি মারা গিয়েছে ৷ একটি এখনও চিকিৎসাধীন ৷ দু’টি হাতি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ৷ বাকি দু’টি সুস্থ ও স্বাভাবিক রয়েছে ।’’ হাতিগুলি পাওয়া গিয়েছে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতৌলির সালখানিয়া বিটে এবং পাটৌর কোর রেঞ্জে । এখনও পর্যন্ত যে 10টি হাতির মৃত্যু হয়েছে সেগুলি প্রত্যেকটিই স্ত্রী হাতি ।