অমরাবতী, 11 ডিসেম্বর: রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার কথা জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগলের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ বিশ্বের টেক জায়ান্ট গুগল বন্দর শহর বিশাখাপত্তনমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বড় উদ্যোগ নিতে চলেছে ৷
গুগল-এর তরফে একটি প্রতিনিধিদল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ৷ প্রতিনিধি দলের সদস্যরা গুগলের পরিকল্পনার একটি রূপরেখা তাঁকে জানিয়েছেন ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, "আজ অমরাবতীতে গুগলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ হল ৷ এই দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে ৷ আমি গর্বিত যে অন্ধ্রপ্রদেশকে একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে চিহ্নিত করেছে গুগল ৷ এই বৈঠকে আমরা সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে কথা বলেছি ৷ আমি আত্মবিশ্বাসী, গুগলের মতো আন্তর্জাতিক সংস্থা আমাদের রাজ্যের ক্ষমতায়ন করবে ৷ সর্বোপরি এটা ভারতের ডিজিটাল উন্নয়ন ৷ এই উদ্যোগগুলির বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে, এর জন্য মুখিয়ে আছি ৷ "