পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছাতারপুরে অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মৃত 7 পুণ্যার্থী - Madhya Pradesh Road Accident - MADHYA PRADESH ROAD ACCIDENT

Chhatarpur Road Accident: মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কয়েকজন পুণ্যার্থীদের ৷ তাঁরা বাগেশ্বর ধামে যাচ্ছিলেন ৷

Road Accident
ইটিভি ভারত (দুমড়ে যাওয়া অটো)

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 12:03 PM IST

ছাতারপুর, 20 অগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 জনের ৷ মঙ্গলবার মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় একটি অটো রিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তার ফলে মৃত্যু হয় 7 জনের ৷ আহত বেশ কয়েকজন ৷

জানা গিয়েছে, পুণ্যার্থীরা একটি অটোতে বাগেশ্বর ধাম যাচ্ছিলেন ৷ পথে অটো রিকশার সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে ৷ এই দুর্ঘটনাটি ঘটে 39 নম্বর জাতীয় সড়কে কাদারি নামক জায়গার কাছে ৷ ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে প্রৌঢ় ও শিশুরাও রয়েছে ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা সঠিক জানা যায়নি ৷ আহতদের জেলা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এর আগে 2 অগস্ট মধ্যপ্রদেশেরই সাগর জেলায় একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 5 সদস্যের ৷ তাদের মধ্যে 4 বছরের এক শিশুও রয়েছে ৷ একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে ৷

প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত 10 জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ । তারা এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে ।

এর আগে 18 অগস্ট উত্তরপ্রদেশে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ একটি প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত 10 জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details