পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইফতারে বিনামূল্যে হালিম! রেস্টুরেন্টে হুড়োহুড়ি, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ - Ramadan 2024

Ramadan 2024: শুরু হয়ে গিয়েছে রমজান মাস। আর রমজান মাস এলেই আলাদা করে আর বলার থাকে না যে খাওয়া-দাওয়ার আয়োজন হয় এলাহি ৷ আর রমজান মাসের বিশেষ পদ হালিম। কেবলমাত্র রমজান মাসেই এই হালিম পাওয়া যায়। আর হায়দরাবাদী হালিম বিখ্যাত ৷ আই এই হালিমকে ঘিরে উত্তেজনা ছড়াল নিজামের শহরে ৷ মঙ্গলবার সন্ধ্যায় যা হল তাতে পুলিশকে দেখা গেল লাঠিচার্জ করতে ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

হালিম
Ramadan 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:23 PM IST

ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ

হায়দরাবাদ, 13 মার্চ:রমজান মাসে প্রথম দিনে বিনামূল্যে হালিম দেওয়া হবে এমনটা জানানো হয় রেস্তোরাঁ থেকে ৷ ব্যস, এই শুনে হালিমের স্বাদ চেটেপুটে উপভোগ করতে ভিড় জমান খাদ্যপ্রেমীরা ৷ মঙ্গলবার সন্ধ্যায় নিজামের শহরে মালাকপেট এলাকায় হুড়োহুড়ি পড়ে যায় এক রেস্তোরাঁর সামনে। ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ। আর পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

ঠিক কী ঘটে?

নিজামের শহরের পিস্তা হাউসের হালিমের সুখ্যাতি বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেই হায়দরাবদী হালিম এবার জিআই ট্যাগ পেয়েছে। ভারতের প্রথম মাংসের কোনও খাবার জিআই ট্যাগ পেয়েছে। আর নিজামের শহরে হালিম বিখ্যাত ৷ বিশেষ জায়গার হালিম যখন বিনামূল্যে পাওয়া যায় তাহলে সেখানে ভিড় থুড়ি জনসমাগম হবে না তা কী কখনও হয় ৷ হায়দরাবাদের মালাকপেটে গতকাল সন্ধ্যা 7টা থেকে 8টা একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ ঘোষণা করে রমজান মাসের প্রথম দিনে রোজা ভাঙার পর সকলকে বিনা পয়সায় হালিম দেওয়া হবে। আর তা নিয়েই বিপত্তি বাঁধে মালাকপেট বাজার এলাকায়।

লোভনীয় সেই অফার মিস করেত চাননি কেউই। ফলে কাতারে কাতারে মানুষ ওই দোকানের সামনে হালিম খেতে জড়ো হন। এই ভিড়ে মুহূর্তের মধ্যেই হালিম শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ঠেলাঠেলি শুরু হয়। যা ক্রমে ধস্তাধস্তিতে গড়ায়। কিছুক্ষণের মধ্যেই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে মালাকপেট অঞ্চলে রেস্তোরাঁটির সামনে। মারাত্মক ভিড়ের কারণে হায়দরাবাদের এই অন্যতম ব্যস্ত রাস্তায় যানজটের সমস্যা হয়। সমস্যায় পড়েন পথচলতি মানুষও। পুলিশের লাঠিচার্জের ভিডিয়োটি ভাইরাল হওয়া ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

এরপরই খবর পেয়ে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যায় ৷ পুলিশ উপায় না-দেখে লাঠি মেরে তাঁদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পুলিশ জানিয়েছে, বিনা পয়সায় হালিম বিতরণের কথা তাদের জানানো হয়নি। অনুমতি কিংবা পুলিশের সহায়তাও চাওয়া হয়নি। সে কারণে রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটানোর অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন:

  1. কাবাব টু বিরিয়ানি, ঈদ জমে উঠুক ঘরোয়া খাবারে
  2. গুলিবিদ্ধ ছাত্রের দেহ ঘিরে হুলস্থুল নিয়ামতপুরে, নিখোঁজ যুবতী ঘিরে বাড়ছে জট
  3. কেন্দ্রের নয়া পরিবহণ আইনের প্রতিবাদে জাতীয় সড়কে অবরোধ ট্রাকচালকদের, লাঠিচার্জ পুলিশের

ABOUT THE AUTHOR

...view details