নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: 'হর্স ট্রেডিং বা ঘোড়া কেনাবেচা চলছে' দেখে তা মোকাবিলায় তৎপর হল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত সোমবার বলেছে যে, আগামী মঙ্গলবার চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ব্যালট পেপার এবং গণনার দিনের পুরো ভিডিয়ো-রেকর্ডিং পর্যবেক্ষণ করবে আদালত ৷ এবং সেই কারণে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে যে, ওই দিনের যাবতীয় রেকর্ড নিরাপদে দিল্লিতে আনার জন্য একজন বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করতে হবে ।
সুপ্রিম কোর্ট 5 ফেব্রুয়ারি মেয়র নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার অনিল মসিহকে তুলোধোনা করে তার পর্যবেক্ষণে জানায় যে, এটি স্পষ্ট যে তিনি ব্যালট পেপারগুলিকে বিকৃত করেছেন এবং তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত ৷ কারণ তিনি যা করেছেন, তা হত্যা এবং গণতন্ত্রের বিদ্রূপ বলে নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট ।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার চণ্ডীগড় প্রশাসনকে বিচার বিভাগীয় অফিসারকে নিরাপত্তা প্রদান করতে নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্ট কর্তৃক নিযুক্ত করা সেই অফিসার এবং রেকর্ডের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয়েছে । বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলে, "আমরা নিজেরাই দুপুর দুটোয় রেকর্ডগুলি দেখব ।" মেয়র নির্বাচনের মামলা মঙ্গলবারের পরিবর্তে অন্য কোনও দিনে শুনানি হোক, এই আবেদন খারিজ করার সময় সুপ্রিম কোর্ট বলে, "ঘোড়া কেনাবেচা চলছে ৷"