নয়াদিল্লি, 19 এপ্রিল: লোকসভা ভোট শুরু হওয়ার পরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জনগণকে সর্বাধিক সংখ্যায় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ৷ একইসঙ্গে ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি বলেও এদিন জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ এদিন তিনি বলেন, "আজ ভোট শুরু হল ৷ বিপুল সংখ্যক নিরাপত্তা এবং অন্যান্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। একটাই কথা বলব, মানুষকে এসে ভোট দিতে হবে।" প্রায় 16.86 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শুক্রবার ৷ দেশের 102টি আসনের ভোট গ্রহণ পর্বের জন্য প্রায় 1.86 লক্ষ ভোট কেন্দ্র রয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে রাজীব কুমার জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি দু'বছর আগে থেকেই শুরু করে দিয়েছিল কমিশন। তিনি বলেন, "সীমান্ত এলাকার তালিকা তৈরি করা থেকে শুরু করে ভোটকেন্দ্র প্রস্তুত করা, যাবতীয় রুট খুঁজে বের করা, বাহিনী মোতায়েন করা, স্পর্শকাতর-অতিস্পর্শকাতর বুথ খুঁজে বের করা, বুথে যাবতীয় সুযোগ-সুবিধা তৈরি করা, ন্যূনতম সুযোগ-সুবিধা রাখার সব বিষয়গুলি আমরা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলাম ৷"
তিনি নির্বাচনে অন্তর্ভুক্তি এবং ব্যাপক অংশগ্রহণের প্রচারের জন্য প্রযুক্তিগত হস্তক্ষেপ ব্যবহার করে পোল প্যানেলের কথাও উল্লেখ করেছেন। রাজীব কুমার বলেন, "সুতরাং সবকিছু ঠিক করা হয়েছে। এখন ভোটারদের প্রতিটি ভোটকেন্দ্রে গিয়ে বিপুল সংখ্যক ভোট দেওয়ার সময় এসেছে। নির্বাচনে অংশ নেওয়া নারী ও যুবক সহ ভোটারদের জন্য অপরিহার্য।" একই সঙ্গে, যেভাবে নতুন প্রজন্মের ভোটাররা নাম নথিভুক্ত করেছেন তা দেখে তিনি ষথেষ্ট উৎসাহী ৷