রাঁচি, 19 জুলাই: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই ৷ রাঁচির রিমস থেকে প্রথম বর্ষের ছাত্রী সুরভী কুমারিকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইতিমধ্যে রাঁচিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করাও শুরু করে দিয়েছেন সংস্থার কর্তারা ৷
জানা গিয়েছে, ছাত্রী সলভার গ্য়াংয়ের সঙ্গে যুক্ত ৷ তদন্তে গোপন সূত্রে সেই খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে রিমস-এর হস্টেলে অভিযান চালায় সিবিআই দল ৷ মেয়েদের হস্টেলে গিয়ে এমবিবিএস প্রথম বর্ষের এই ছাত্রীকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সিবিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই ছাত্রী ঝাড়খণ্ডের রামগড় জেলার বাসিন্দা । পটনার গ্রেফতারির ঘটনার পর সুরভীর নাম সামনে আসে । জিজ্ঞাসাবাদে সলভার গ্যাংয়ের সঙ্গে তাঁর যোগের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে ।
উল্লেখ্য, বৃহস্পতিবার নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পটনা এইমস-এর চারজন এমবিবিএস পড়ুয়াকে গ্রেফতার করে সিবিআই ৷ দীর্ঘ 9 ঘণ্টা জেরার পর তৃতীয় বর্ষের পড়ুয়া চন্দন সিং, রাহুল অনন্ত এবং কুমার শানুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এছাড়া একজন দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া করণ জৈনকেও পটনা থেকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সম্প্রতি এই একই মামলায় এক সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ সেই সূত্র ধরেই এদিন এই চার ডাক্তারি পড়ুয়াকে তাঁদের হস্টেল থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
জানা গিয়েছে, পঙ্কজ 2017 সালে জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঝাড়খণ্ডের হাজারিবাগে নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ট্রাঙ্ক ভেঙে সেখান থেকে প্রশ্নপত্র চুরি করেছিলেন তিনি ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পর এইমস-এর এই 4 পড়ুয়ার হদিস পান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ৷ এরপর এইমস-এর উচ্চাধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে বুধবারই ওই পড়ুয়াদের হস্টেলে পৌঁছয় সিবিআই ৷
গত 5 মে দেশজুড়ে 23.33 লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেন ৷ 571টি শহরের 4 হাজার 750টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এরপরই পরীক্ষায় এক বড়সড় অনিয়মের অভিযোগ ওঠে ৷ তদন্ত শুরুর পর থেকে এখনও পর্যন্ত এই মামলায় 6টি এইআইআর দায়ের করেছে সিবিআই ৷ এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন 18 জন ৷