নওয়াদা, 23 জুন: বিহারের নওয়াদায় গ্রামবাসীদের আক্রমণের মুখে সিবিআই এবং স্থানীয় পুলিশের টিম ৷ তদন্তকারী দলকে ভুয়ো বলে তদন্ত দলকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সিবিআইয়ের গাড়ির চালককে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজৌলি থানার মুরহেনা-কাসিয়াডিহ এলাকায়। এই বিষয়ে, রাজৌলি থানায় একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে ৷ ঘটনায় প্রাথমিকভাবে মোট আট জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যদিও 150-200 জন এই হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
শনিবার বিকেল চারটে নাগাদ সিবিআইয়ের দল নওয়াদা পুলিশকে সঙ্গে নিয়ে মুরহেনার কাসিয়াডিহ গ্রামের বাসিন্দা ফুলচাঁদ প্রসাদ ও তাঁর স্ত্রী ববিতা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে ফেরার পথে আচমকাই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ সেই সময় পরিবারের সদস্য ও প্রায় 200 লোক জড়ো হয়ে যায়। সিভিল ড্রেসে থাকা সিবিআই টিমকে ভুয়ো বলে ঘিরে ধরে তারা। সিবিআই অফিসারেরা নিজেদের পরিচয়পত্র দেখালেও কাজ হয় না। নওয়াদা নগর থানার মহিলা কনস্টেবল কাজল কুমারীও বোঝানোর চেষ্টা করেন উত্তেজিত জনতাকে। অভিযোগ তারপরও তারা কোনও কথা না শুনেই হামলা চালায় সিবিআই আধিকারিকদের উপর ৷