পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিট প্রশ্নফাঁস মামলার তদন্তে গিয়ে বিহারে মার খেল সিবিআই, হামলা চালাল 200 জন - NEET Paper Leak Case - NEET PAPER LEAK CASE

NEET Paper Leak Case: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বিহার লিঙ্ক ৷ নিট পেপার ফাঁসের তদন্ত করছে সিবিআই। নওয়াদায় অভিযানে আসা সিবিআইয়ের উপর হামলা চালায় গ্রামবাসীরা ৷ পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷

NEET Paper Leak Case
বিহারে আক্রান্ত সিবিআই (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 10:18 PM IST

Updated : Jun 23, 2024, 10:56 PM IST

নওয়াদা, 23 জুন: বিহারের নওয়াদায় গ্রামবাসীদের আক্রমণের মুখে সিবিআই এবং স্থানীয় পুলিশের টিম ৷ তদন্তকারী দলকে ভুয়ো বলে তদন্ত দলকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সিবিআইয়ের গাড়ির চালককে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজৌলি থানার মুরহেনা-কাসিয়াডিহ এলাকায়। এই বিষয়ে, রাজৌলি থানায় একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে ৷ ঘটনায় প্রাথমিকভাবে মোট আট জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যদিও 150-200 জন এই হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

শনিবার বিকেল চারটে নাগাদ সিবিআইয়ের দল নওয়াদা পুলিশকে সঙ্গে নিয়ে মুরহেনার কাসিয়াডিহ গ্রামের বাসিন্দা ফুলচাঁদ প্রসাদ ও তাঁর স্ত্রী ববিতা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে ফেরার পথে আচমকাই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ সেই সময় পরিবারের সদস্য ও প্রায় 200 লোক জড়ো হয়ে যায়। সিভিল ড্রেসে থাকা সিবিআই টিমকে ভুয়ো বলে ঘিরে ধরে তারা। সিবিআই অফিসারেরা নিজেদের পরিচয়পত্র দেখালেও কাজ হয় না। নওয়াদা নগর থানার মহিলা কনস্টেবল কাজল কুমারীও বোঝানোর চেষ্টা করেন উত্তেজিত জনতাকে। অভিযোগ তারপরও তারা কোনও কথা না শুনেই হামলা চালায় সিবিআই আধিকারিকদের উপর ৷

সিবিআই টিম রাজৌলি থানার পুলিশকে খবর দেওয়ার পর রাজৌলি থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ৷ তারপর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। এই হামলায় সিবিআই দলের চালক সঞ্জয় সোনি আহত হন বলে অভিযোগ ৷ অন্য আরও এক অফিসারের জামা ছিঁড়ে গিয়েছে। মুরহেনা পঞ্চায়েতের 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মিথিলেশ প্রসাদ মহিলা কনস্টেবলকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন বলেও অভিযোগ ৷ সিবিআই অফিসারদেরও গালিগালাজ করা হয়।

জানা গিয়েছে, ইউজি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার এক যুবকের কথা মতোই কাসিয়াডিহ এলাকায় একটি মেয়ের খোঁজে পৌঁছেছিল সিবিআইয়ের বিশেষ দল। অভিযানের সময়, সিবিআই টিম দুটি মোবাইল ফোনের সঙ্গেই কিছু ব্যাঙ্কের পাসবুক এবং নিট পরীক্ষা সম্পর্কিত কিছু নথিও উদ্ধার করেছে বলে দাবি। তবে, নওয়াদা পুলিশ জানিয়েছে, সিবিআই টিম দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ৷ যা তারা নিজেদের সঙ্গেই নিয়ে গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, সিবিআই এবং পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ এছাড়াও অভিযোগের ভিত্তিতে কাসিয়াডিহ গ্রামের বাসিন্দা প্রিন্স কুমার, লালন কুমার ও অমরজিৎ কুমারকে গ্রেফতার করা হয়েছে ৷

Last Updated : Jun 23, 2024, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details