নয়াদিল্লি, 26 জুন: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করল সিবিআই ৷ বুধবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত থেকেই আপ নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ কেজরিওয়ালকে 5 দিনের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই ৷ উল্লেখ্য, এই একই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷
পাশাপাশি দিল্লি হাইকোর্টের 21 জুনের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তাঁর আবেদন প্রত্যাহার করে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার আবগারি দুর্নীতি মামলায় নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের রায়ে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট ৷ উল্লেখ্য, এই মামলাটি তদন্তের দায়িত্ব ছিল ইডি-র উপর ৷ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, দিল্লি হাইকোর্টের 25 জুনের চূড়ান্ত রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আবেদন করবেন তিনি ৷
মঙ্গলবার আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালের নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট ৷ এই আবহে তিহাড় জেলে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা ৷ তাঁর বয়ানও রেকর্ড করা হয় ৷ এই মামলায় বুধবার কেজরিওয়ালকে আদালতে পেশ করার অনুমতি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মতো এদিন তাঁকে আদালতে পেশ করে তিহাড় জেল কর্তৃপক্ষ ৷ সেখানে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তবে আদালতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাঁর সুগার লেভেল কমে যায় ৷ ফলে তাঁর একটি অন্য একটি ঘরে নিয়ে গিয়ে চা ও বিস্কুট দেওয়া হয় ৷
এদিন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের বেঞ্চে মামলার শুনানি হয় ৷ শুনানি চলাকালীন কেজরিওয়ালের পক্ষে আইনজীবী বিক্রম চৌধুরী জানান, 2022 সালে এই মামলার স্বাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ সুতরাং এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপ পক্ষপাতদুষ্টতার প্রমাণ ৷ আইনজীবী চৌধুরীর এই মন্তব্যের জবাবে কেন্দ্রীয় সংস্থার তরফে আইনজীবী জানান, আবগারি মামলায় অগ্রগতির জন্য কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে ৷ তিনি আরও জানান, লোকসভা নির্বাচন চলাকালীন তারা এই পদক্ষেপ নিতে পারত ৷ কিন্তু আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷
প্রসঙ্গত, 2022 সালে আবগারি দুর্নীতি মামলায় মামলা দায়ের করে সিবিআই এবং ইডি ৷ এরপর এই মামলায় গত 21 মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ইডি ৷ গত 1 এপ্রিল তাঁকে তিহাড় জেলের সাজা শোনান হয় ৷