নয়াদিল্লি, 16 জুলাই:নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করল সিবিআই ৷ সরকারি সূত্রে খবর, ধৃতরা মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম ৷ তাদের মধ্যে একজন ঝাড়খণ্ডের হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ট্রাঙ্ক থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছিল ৷ তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
এই গ্রেফতারির পর নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, কারচুপি এবং অন্যান্য বেনিয়মের অভিযোগে সিবিআই-এর হাতে মোট 14 জন গ্রেফতার হল ৷ এদিন সিবিআই পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছে, যিনি সিভিল ইঞ্জিনিয়ার ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পঙ্কজ 2017 সালে জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউঠ অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ৷ সে ঝাড়খণ্ডের হাজারিবাগে এনটিএ-র ট্রাঙ্ক থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছিল ৷ অভিযুক্ত ইঞ্জিনিয়ার বোকারোর বাসিন্দা ৷ তাকে বিহারের পটনা থেকে গ্রেফতার করা হয় ৷