পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NEET-UG পরীক্ষার প্রশ্নোত্তর সমাধানের অভিযোগ, 4 ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করল সিবিআই - NEET UG Row CBI Arrest - NEET UG ROW CBI ARREST

NEET-UG Paper Leak 2024: ঝাড়খণ্ডের হাজারিবাগে এনটিএ-র ট্রাঙ্ক থেকে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ৷ তারপর প্রশ্নগুলি পৌঁছে যায় ডাক্তারি পড়ুয়াদের হাতে ৷ নিট পরীক্ষায় সিবিআই গ্রেফতার করল এইমসের চার এমবিবিএস ছাত্রকে ৷

CBI Arrests in NEET-UG Scam
নিট-ইউজি পরীক্ষায় ফের গ্রেফতার (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 18, 2024, 9:27 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই:নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চারজন এমবিবিএস পড়ুয়াকে গ্রেফতার করল সিবিআই ৷ দীর্ঘ 9 ঘণ্টা জেরার পর বৃহস্পতিবার এমবিবিএস পাঠরতা তৃতীয় বর্ষের পড়ুয়া চন্দন সিং, রাহুল অনন্ত এবং কুমার শানুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এছাড়া একজন দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া করণ জৈনকেও পটনা থেকে হেফাজতে নিয়েছে সিবিআই ৷

এর আগে প্রশ্নপত্র চুরির অভিযোগে এক সিভিলইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ সেই সূত্র ধরেই এদিন এই চার ডাক্তারি পড়ুয়াকে তাদের হস্টেল থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর দু'দিন আগে সিবিআই পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করে ৷

সে 2017 সালে জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ৷ এদিকে 2024 সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাঁর নাম জড়িয়েছে ৷ অভিযোগ, ঝাড়খণ্ডের হাজারিবাগে নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ট্রাঙ্ক ভেঙে সেখান থেকে প্রশ্নপত্র চুরি করেছিল ৷

এরপর পঙ্কজ ওই প্রশ্নগুলি হাজারিবাগে একটি দলের হাতে তুলে দেয়, যারা প্রশ্নপত্রের সমাধান করার দায়িত্বে ছিল ৷ সিবিআই সূত্রে খবর, ধৃত চার মেডিক্যাল পড়ুয়া ওই দলেরই অংশ ছিল ৷ এদিন এই গ্রেফতারির পর নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেনিয়মের অভিযোগে সিবিআই মোট 18 জনকে গ্রেফতার করল ৷ এদিন পটনায় চার এমবিবিএস পড়ুয়াকে আদালতে বেশ করে সিবিআই ৷ আদালতে তাদের 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

এইমসের উচ্চাধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে বুধবারই ওই পড়ুয়াদের হস্টেলে পৌঁছয় সিবিআই ৷ এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই হস্টেলের রুমগুলিতে তালা লাগিয়ে দিয়েছে ৷ পটনা এইমস-এর ডিরেক্টর জি কে পল বলেন, "সিবিআই 4 জন পড়ুয়াকে নিয়ে গিয়েছে ৷ চন্দন সিং, রাহুল অনন্ত, কুমার শানু তৃতীয় বর্ষের ছাত্র ৷ করণ জৈন দ্বিতীয় বর্ষের ৷" তিনি আরও জানান, তদন্তকারী সংস্থার এক উচ্চাধিকারিক তাঁকে ওই ছাত্রদের ছবি এবং মোবাইল নম্বর পাঠিয়ে তদন্তের স্বার্থে তাদের সন্ধান চেয়েছিলেন ৷ ডিন, হস্টেলের ওয়াড্রেন এবং ওএসডি ডিরেক্টরের উপস্থিতিতে 4 পড়ুয়াকে সিবিআই গ্রেফতার করেছে, জানান ডিরেক্টর জি কে পল ৷

এখনও পর্যন্ত নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 6টি এফআইআর করেছে সিবিআই ৷ বিহারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এফআইআর হয়েছে ৷ অন্যদিকে গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রে পরীক্ষার্থীদের কারচুপি করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ৷ গত 5 মে দেশজুড়ে 23.33 লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ 571টি শহরের 4 হাজার 750টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details