নয়াদিল্লি, 2 নভেম্বর: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিল ভারত ৷ এ বিষয়ে নয়াদিল্লির কানাডা দূতাবাসের এক কূটনীতিককে শুক্রবার তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক ।
শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত এই ধরণের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ৷ আগামী দিনে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে জাস্টিন ট্রুডো সরকারের এই অভিযোগের বিরুপ প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি ৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেন, "কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন কমিটির সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করেন, তা অযৌক্তিক এবং ভিত্তিহীন । ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করছে ৷ ভারত শুক্রবার নয়াদিল্লিতে কানাডার দূতাবাসের এক প্রতিনিধিকে তলব করেছে ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই আধিকারিককে একটি কূটনৈতিক নোট দেওয়া হয়েছে ।"
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ৷ খালিস্তানি প্রসঙ্গ টেনে কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের নির্দেশে সেদেশে খালিস্তানিদের উপর হামলার ঘটনা ঘটছে ৷ এমনকী, ট্রুডোর সরকারের মন্ত্রীর সেই বক্তব্য উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয় মার্কিন সংবাদপত্র 'ওয়াশিংটন পোস্ট'-এ ৷ স্বাভাবিকভাবেই, মরিসনের সেই বিতর্কিত মন্তব্যের জেরে দু'দেশের মধ্যে চাপানউতর বাড়ে ৷