পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজভবনে দেশ-বিদেশের সাহিত্যিকদের সঙ্গে বৈঠক রাজ্যপালের, উপহার দিলেন নিজের বই - কলকাতা রাজভবন

C. V. Ananda Bose: দেশ-বিদেশের অতিথীদের কাছে সাহিত্যের কথা তুলে ধরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার কলকাতা রাজভবনে দেশ-বিদেশের সাহিত্যিকদের সঙ্গে কথা বলেন ৷ বৈঠক শেষে দার্জিলিং রাজভবনে যাওয়ারও আমন্ত্রণ জানান তিনি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 12:28 PM IST

কলকাতা, 26 জানুয়ারি:রাজভবনে চাঁদের হাট ৷ দেশ -বিদেশের সাহিত্যিকদের সামনে দেশের সংস্কৃতি তুলে ধরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন রাজভনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল জয়ী প্রফেসর আব্দুর রাজ্জাক গুর্না, একে থমাস ৷ উপহার দিলেন নিজের লেখা বই ৷ অনুষ্ঠান শেষে দার্জিলিং রাজভবনেও যাওয়ার জন্য এই বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল ৷

রাজভবনের এই অনুষ্ঠানে রাজ্যপাল দেশের প্রতি গর্ব প্রকাশ করে বলেন, "বাংলা আজ যা ভাবে গোটা দেশ তা আগামী দিনে হবে।"এদিন রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, "আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে রাজা বিক্রমাদিত্য সাহিত্যকে সম্মান দিয়ে ছিলেন। কালিদাস ছাড়া আমরা ভারতবর্ষের সাহিত্যের কথা ভাবতে পারি না । সেই রকমই এই সকল গুণী ব্যক্তিদের ছাড়া সাহিত্যের কথা ভাবা সম্ভব নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে শিল্প কলা। ভারতবর্ষ আজ সংস্কৃতি এবং শিল্পকলা কে গুরুত্ব দিয়েছে। বাংলা একটা সাংস্কৃতিক কেন্দ্র আছে। আমরা সাহিত্য এবং শিল্প কলা কে উজ্জীবিত করি। আমি গর্বিত যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন।" আগামিদিনে আবার এই সকল সাহিত্যিকদের সঙ্গে দেখা করবেন বলেও তিনি উল্লেখ করেন ৷ শুধু তাই নয়, এবার দার্জিলিংয়ের রাজ ভবনে তাঁদের যাওয়ার জন্য আমন্ত্রণ জানান । বাংলা যে আজকে ভাবে ভারত সেটা কালকে ভাবে। আজও সেই ধারা বজায় রয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷

রাজভবনে আজকের অনুষ্ঠানের শিল্প সাহিত্যিকদের সঙ্গে দেশ বিদেশের নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁদের নিজের লেখা বই উপহার দেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, "নোবেল জয়ী প্রফেসর আব্দুর রাজ্জাক গুর্না, একে থমাস, কে আর মিরা, ডেনিশ ডি কে এস নারায়ণ, সাংস্কৃতিক এবং স্ট্রাকচার ডিজাইনার কাজী আশরাফ,আনন্দ নিরাকান্তন, সংযুক্তা দাস গুপ্ত, চিন্ময় গুহা প্রমুখ সাহিত্যিকরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন:

  1. ধনধান্য অডিটোরিয়ামে ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা, বোলার মন্ত্রী অরূপ
  2. 'উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না', স্পষ্ট বার্তা রাজ্যপালের
  3. 'রামরাজ্যে গরিবদের সম্পূর্ণ রক্ষা করা হবে', উত্তরপ্রদেশ প্রতিষ্ঠা দিবসে দাবি রাজ্যপাল বোসের

ABOUT THE AUTHOR

...view details