নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সারাদেশে গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত সরকার ৷ আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে ৷ বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।
জানুয়ারির শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের (পিএম-জনমান) অধীনে একটি গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে এক লাখ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন ৷ এর পরিমাণ ছিল 540 কোটি টাকা ৷
তিনি উল্লেখ করেন যে এই লক্ষ্যমাত্রা পূরণ করার সময়ের মধ্যে কোভিড অতিমারীর সময়কালও রয়েছে ৷ সেই সময়ও এই প্রকল্পে নিরলস কাজ চালিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "COVID-19-এর কারণে আসা চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) বাস্তবায়ন অব্যাহত ছিল এবং আমরা তিন কোটি বাড়ির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি ।" এর পরই তিনি পরবর্তী পাঁচ বছরের লক্ষ্যের কথা জানান ৷ তিনি বলেন, "পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে তৈরি হওয়া প্রয়োজনীয়তা মেটাতে আগামী পাঁচ বছরে আরও দুই কোটি ঘর তৈরি করা হবে ৷"
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) দেশের গ্রামীণ দরিদ্রদের জন্য আবাসন প্রদানের জন্য একটি সামাজিক কল্যাণমূলক কর্মসূচি । এই প্রকল্পের অধীনে সমতল এলাকায় 1.20 লক্ষ টাকা ও পাহাড়ী এলাকায় 1.30 লক্ষ টাকা সাহায্য দেওয়া হয় । প্রকল্পের 60 শতাংশ খরচ কেন্দ্রীয় সরকার করে৷ আর বাকি 40 শতাংশ অর্থ দেয় রাজ্য সরকার ৷