পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, আটক পাকিস্তানি অনুপ্রবেশকারী - BSF NABS PAKISTANI INTRUDER

শ্রী গঙ্গানগরে ভারত-পাকিস্তান সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ ৷ কী কারণে ওই ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

BSF NABS PAKISTANI INTRUDER
পাকিস্তানি এক অনুপ্রবেশকারী আটক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 3:32 PM IST

Updated : Nov 4, 2024, 3:37 PM IST

শ্রীগঙ্গানগর (রাজস্থান), 4 নভেম্বর: ভারত-পাকিস্তান সীমান্তে পাক-অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ ৷ সোমবার বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যক্তি মাজিওয়াল্লা সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করছিল। পরে তাকে স্থনীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷

শ্রী গঙ্গানগরের পুলিশ সুপার গৌরব যাদব বলেন, "এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে ৷ পরে তাকে রাজস্থান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ এবং অন্য নিরাপত্তা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এখন পর্যন্ত সে তদন্তে সহযোগিতা করছে না।" বিষয়টি যৌথ তদন্ত কমিটি তদন্ত করবে ৷ ওই ব্যক্তিকে পুলিশও আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ৷

এসপি'র মতে, ওই ব্যক্তি মাজিওয়াল্লা সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল। পুলিশ কর্তার কথায়, "সীমান্তে থাকা জওয়ানরা প্রথমে ওই ব্যক্তিকে থামতে বলেন। কিন্তু সে না থেমেই এগিয়ে যেতে থাকে। এরপরই বিএসএফ জওয়ানরা তাকে দ্রুত আটক করেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেছে বিএসএফ ৷"

তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছ থেকে কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। পুলিশ সুপার বলেন, "আমরা তার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় খতিয়ে দেখতে চাই ৷ যদিও তার কাছে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কেন সে ভারতে অনুপ্রবেশ করেছিল তা আমাদের জানতে হবে । তাছাড়া তার জন্য আরও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। সে সব নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷"

পুলিশ স্থানীয়দের সঙ্গেও কথা বলছে। স্থানীয়দের কঠোর নির্দেশও দেওয়া হয়েছে পুলিশের তরফে। বলা হয়েছে, তাঁরা যদি তাদের গ্রামে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে অবশ্যই রাজস্থান পুলিশ বা সীমান্ত নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে। ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা ও নজরদারিও বাড়িয়েছে বিএসএফ।

Last Updated : Nov 4, 2024, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details