শ্রীনগর, 17 ডিসেম্বর:কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর ৷ শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা কাশ্মীর থেকে লাদাখের ৷ বর্তমানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৷ আপাতত শীতের হাত থেকে রেহাই নেই সেখানে ৷ বাড়িঘর থেকে রাস্তাঘাট, যানবাহন পুরু বরফে ঢাকা ৷ তাপমাত্রা আগামী 10 দিন একইরকম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে ৷ সেই সঙ্গে হাওয়া অফিস জারি করেছে সতর্কতা ৷
শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে,
- শোপিয়ান এবং অনন্তনাগে বর্তমান তাপমাত্রা -8.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা রেকর্ড ৷
- পহেলগাঁওয়ের তাপমাত্রা সেখানে -6.8 ডিগ্রি ।
- দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওর তাপমাত্রা -5.8 ডিগ্রি ৷
- পুলওয়ামার তাপমাত্রা -8.5 ডিগ্রি সেলসিয়াস ৷
- জোজিলা-23.0 ডিগ্রি সেলসিয়াস যা সবচেয়ে ঠান্ডা ৷
- মধ্য কাশ্মীরের গান্দেরবাল এবং বুদগাঁওয়ের তাপমাত্রা যথাক্রমে -5.8 ডিগ্রি এবং -6.7 ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড ৷
- শ্রীনগর কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর তাপমাত্রা -5.3 ডিগ্রি।
- উত্তর কাশ্মীরে, কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা -5.6 ডিগ্রি ৷ স্কি রিসর্ট গুলমার্গে রেকর্ড তাপমাত্রা -4.0 ডিগ্রি এবং বান্দিপোরাতেও -5.6 ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড বলা হয়েছে হাওয়া অফিসের তরফে ৷