পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তাপমাত্রা মাইনাসে, হাড় কাঁপানো শীত কাশ্মীর-লাদাখে - KASHMIR SNOWFALL

কাশ্মীরে চলছে তীব্র শৈত্যপ্রবাহ ৷ রাজ্যের কয়েকটি জায়গায় তাপমাত্রা পৌঁছেছে শূন্যের অনেক নীচে ৷ 26 ডিসেম্বর পর্যন্ত লাদাখ থেকে কাশ্মীরের আবহাওয়ায় এমনই থাকতে চলেছে ৷

KASHMIR SNOWFALL
হাড় কাঁপানো ঠান্ডা কাশ্মীর থেকে লাদাখে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 7 hours ago

শ্রীনগর, 17 ডিসেম্বর:কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর ৷ শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা কাশ্মীর থেকে লাদাখের ৷ বর্তমানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৷ আপাতত শীতের হাত থেকে রেহাই নেই সেখানে ৷ বাড়িঘর থেকে রাস্তাঘাট, যানবাহন পুরু বরফে ঢাকা ৷ তাপমাত্রা আগামী 10 দিন একইরকম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে ৷ সেই সঙ্গে হাওয়া অফিস জারি করেছে সতর্কতা ৷

শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে,

  • শোপিয়ান এবং অনন্তনাগে বর্তমান তাপমাত্রা -8.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা রেকর্ড ৷
  • পহেলগাঁওয়ের তাপমাত্রা সেখানে -6.8 ডিগ্রি ।
  • দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওর তাপমাত্রা -5.8 ডিগ্রি ৷
  • পুলওয়ামার তাপমাত্রা -8.5 ডিগ্রি সেলসিয়াস ৷
  • জোজিলা-23.0 ডিগ্রি সেলসিয়াস যা সবচেয়ে ঠান্ডা ৷
  • মধ্য কাশ্মীরের গান্দেরবাল এবং বুদগাঁওয়ের তাপমাত্রা যথাক্রমে -5.8 ডিগ্রি এবং -6.7 ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড ৷
  • শ্রীনগর কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর তাপমাত্রা -5.3 ডিগ্রি।
  • উত্তর কাশ্মীরে, কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা -5.6 ডিগ্রি ৷ স্কি রিসর্ট গুলমার্গে রেকর্ড তাপমাত্রা -4.0 ডিগ্রি এবং বান্দিপোরাতেও -5.6 ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড বলা হয়েছে হাওয়া অফিসের তরফে ৷
কাশ্মীরে তীব্র শৈত্যপ্রবাহ (ইটিভি ভারত)

পূর্বাভাস ও সতর্কতা-

আগামী বৃহস্পতিবার পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। উপত্যকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার রাজৌরি জেলার কিছু অংশে রাস্তাঘাট বরফে ঢেকে যায়। তৎপরতার সঙ্গে বরফ পরিষ্কার করতে প্রশাসন ভূমিকা নিয়েছে ৷ যানাবাহন নিয়ে রাস্তায় বেরলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে প্রআশসনের তরফে ৷ এদিকে, পর্যটকের সংখ্যা বেড়েছে। হোটেল এবং স্থানীয় ব্যবসাগুলিও ব্যাপক উৎসাহিত পর্যটকদের আসা নিয়ে। শ্রীনগরে ভিড় জমাচ্ছেন আরও বেশি পর্যটক।

ABOUT THE AUTHOR

...view details