পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তৈরি যৌথ সংসদীয় কমিটি, জায়গা পেলেন প্রিয়াঙ্কা-অনুরাগ-কল্যাণ - JOINT PARLIAMENTARY COMMITTEE

যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে থাকছেন রাজস্থানের পালি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পিপি চৌধরি। লোকসভার 21 জনের পাশাপাশি থাকছেন রাজ্যসভার 10 সাংসদ।

joint-parliamentary-committee
কমিটিতে জায়গা পেলেন প্রিয়াঙ্কা অনুরাগ কল্যাণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: 'এক দেশ এক নির্বাচন' নিয়ে যৌথ সংসদীয় কমিটি তৈরি হল। নেতৃত্বে থাকছেন রাজস্থানের পালি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পিপি চৌধরি। কংগ্রেস থেকে জায়গা পেলেন প্রিয়াঙ্কা গান্ধি। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী স্বরাজও রয়েছেন কমিটিতে।

লোকসভার সদস্য হিসেবে তৃণমূল থেকে কমিটিতে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলেও রয়েছেন কমিটিতে । জায়গা হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত শিন্ডেরও । লোকসভা 21 জন সদস্য এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন এই কমিটিতে । জানা গিয়েছে, বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এই কমিটিকে ।

মঙ্গলবার লোকসভায় 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত ব্যবস্থাকে লাগু করতে দুটি বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল । এই দুটি বিল পেশ হবে কি না তা ঠিক করতে ভোটাভুটি হয় । 269 জন সাংসদের সমর্থন পাওয়ায় বিলটি পেশ হয়। সেদিনই বোঝা গিয়েছিল 'এক দেশ এক নির্বাচন' বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে চাইছে সরকার । সেই মতো এই কমিটি কেমন হতে চলেছে তা নিয়ে জল্পনা শুরু হয়। প্রথমেই জানা গিয়েছিল লোকসভার 21 সদস্য থাকবে কমিটিতে। সেই মতো কংগ্রেস থেকে প্রিয়াঙ্কা গান্ধির নাম শোনা যেতে থাকে। আবার বিজেপি থেকে অনুরাগ ঠাকুরের পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নামও শোনা যেতে থাকে। তবে শেষমেশ কমিটিতে জায়গা পেলেন অনুরাগ।

লোকসভা থেকে কারা কারা থাকছেন কমিটিতে ?

  • পিপি চৌধরি
  • সিএম রমেশ
  • বাঁশুরী স্বরাজ
  • পি রূপালা
  • অনুরাগ ঠাকুর
  • বিষ্ণুদয়াল রাম
  • ভতৃহরি মহতাব
  • সম্বিত পাত্র
  • অনিল বালুনি
  • বিষ্ণদত্ত শর্মা
  • প্রিয়াঙ্কা গান্ধি
  • মণীশ তিওয়ারি
  • সুখদেও ভগত
  • ধর্মেন্দ্র যাদব
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • টিএম সেলভাগণপতি
  • জিএম হরিশ বালাযোগী
  • সুপ্রিয়া সুলে
  • শ্রীকান্ত শিন্ডে
  • চন্দন চৌহান
  • শ্রী বালাসৌরি ভাল্লাভানেনি

ABOUT THE AUTHOR

...view details