নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'অসহায়' বলায় সোনিয়া গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি। দলের আদিবাসী সম্প্রদায়ের সাংসদরা সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কংগ্রেসের সংসদীয় দলের নেতার বিরুদ্ধে এই প্রস্তাব আনেন। তাঁদের দাবি, সোনিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিজেপি সাংসদদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফগন সিং কুলাটে। পদ্ম শিবিরের সাংসদরা মনে করেন, কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ যে মন্তব্য করেছেন তাতে রাষ্ট্রপতি পদের গরিমা নষ্ট হয়েছে ।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। ভাষণ শেষে ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং ওয়েনাড় কেন্দ্র থেকে বিরাট ব্যবধানে উপ-নির্বাচনে জিতে আসা মেয়ে প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংসদের বাইরে আসেন রাজ্য়সভার সাংসদ সোনিয়া। সাংবাদিকরা তাঁর কাছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জানতে চান। তখনই বিতর্কে জড়ান রাজীব-জায়া। তিনি বলে বসেন, "ভাষণের শেষ দিকে কথা বলতে সমস্যা হচ্ছিল রাষ্ট্রপতির ।তিনি যেন একজন অসহায় নারী। তাঁর অসহায়তা দেখে আমার খুবই খারাপ লেগেছে। "