পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারতে আসছেন বিশ্বের 18টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা - LOK SABHA ELECTION 2024

BJP invites Political Parties of Different Countries: বিশ্বের 10টি দেশের 18টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ এর মধ্যে রয়েছেন ভিয়েতনাম, নেপালের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরাও ৷

ETV Bharat
বিজেপির আমন্ত্রণে বিশ্বের রাজনৈতিক দল ভারতে

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 12:37 PM IST

নয়াদিল্লি, 1 মে:দেশে চলছে 18তম লোকসভা নির্বাচন ৷বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক উৎসব দেখতে ভারতে আসছেন দুনিয়ার রাজনৈতিক দলের নেতারা ৷ এর মধ্যে রয়েছেন নেপাল, ভিয়েতনামের মতো দেশের কমিউনিস্ট দলের প্রতিনিধিরা ৷ আবার রয়েছে বাংলাদেশের আওয়ামি লিগ থেকে রাশিয়ার রাজনৈতিক দলও ৷

দেশজুড়ে 7 দফা নির্বাচনে কয়েক কোটি ভারতীয় পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবে ৷ এই বিশাল যজ্ঞকাণ্ডের সাক্ষী থাকতে 10টি দেশের 18টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ শাসকদলের আমন্ত্রণে বুধবার তাঁরা ভারতে পা রাখবেন ৷ এদিনই ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করবেন ৷ এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং বিজেপির অন্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ৷

বিজেপি সূত্রে খবর, বিদেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বিজেপি তাদের প্রচারের দিকটিও তুলে ধরবে ৷ এই ভোটে গেরুয়া শিবিরের কৌশল কী, ভোটের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বোঝানো হবে আমন্ত্রিত প্রতিনিধিদের ৷

বিদেশি রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়ার লিবেরাল পার্টি, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি অফ ভিয়েতনাম, বাংলাদেশের আওয়ামি লিগ, ইজরায়েলের লিকুড পার্টি, উগান্ডার ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট, তানজানিয়ার চামা চা মাপিনদুজি, রাশিয়ার ইউনাইটেড রাশিয়া পার্টি ৷ এছাড়া নেপালের নেপালি কংগ্রেস, জনমত পার্টি, কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মার্কিস্ট-লেনিনিস্ট), কমিউনিস্ট পার্টি অফ নেপাল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি অফ নেপাল, কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওবাদী) ৷ এছাড়া শ্রীলঙ্কা, মরিশাসের রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ভারতের নির্বাচন দেখতে আসছেন ৷

বিজেপির বৈদেশিক দফতরের ইন-চার্জ বিজয় চৌথাইওয়ালে জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টির 'নো বিজেপি' প্রোগ্রামের অংশ হিসেবে অন্য দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ গত বছর ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে সভাপতি জে পি নাড্ডা এই প্রোগ্রামের উদ্বোধন করেন ৷

গত 19 এপ্রিল থেকে দেশে 7 দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে ৷ ইতিমধ্যে 19 ও 26 এপ্রিল দু'দফার লোকসভা ভোট হয়ে গিয়েছে ৷ বাকি আরও 5 দফার ভোট ৷ এদিকে লোকসভা ভোটের পাশাপাশি অরুণাচল প্রদেশ, ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ ভোটপর্ব মিটবে 1 জুন ৷ ফলাফল ঘোষণা 4 জুন ৷

আরও পড়ুন:

  1. বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল 60 শতাংশের বেশি
  2. মোদিরাজ্যে বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details