ভূবনেশ্বর, 22 মার্চ: জোট হল না ওড়িশায় ৷ বিজু জনতা দল (বিজেডি)-র সঙ্গে শেষ মুহূর্তে জোট ভেস্তে গেল বিজেপির ৷ গেরুয়া শিবিরের দাাবি সাড়ে চার কোটি ওড়িশাবাসীর আশা-আকাঙ্খা পূরণ করা হবে। আর তাই এবার রাজ্যের 21টি লোকসভা এবং 147টি বিধানসভা আসনেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷
রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল জোট না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। রাজ্যে বিজেডির সঙ্গে যোগসাজশের গুজব অস্বীকার করে তিনি জানান, বিজেপি একাই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সামল লিখেছেন, "গত 10 বছর ধরে নবীন পট্টনায়কের নেতৃত্বে বিজেডি জাতীয় গুরুত্বের নিরিখে অনেক ইস্যুতেই কেন্দ্রের সরকারকে সমর্থন করে আসছে ৷ আমরা বিজেডি এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানাই।"
তিনি আরও লেখেন, " দেশের যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার নেই সেখানে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাধা পেয়েছে। ডাবল ইঞ্জিন সরকার রয়েছে এমন রাজ্যগুলি সব ক্ষেত্রেই অগ্রগতি করছে। আমরা মনে করি, ওড়িশায় মোদি সরকারের বিপুল জনকল্যাণমূলক প্রকল্প তৃণমূল পর্যায়ে পৌঁছচ্ছে না। তাই ওড়িশার দরিদ্র ভাই-বোনেরা এসব সুবিধাও পাচ্ছেন না।"