পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

16 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, উপত্যকায় ক্ষোভ দলীয় কর্মীদের - Jammu Kashmir Assembly Elections

BJP Announces Candidates for Jammu & Kashmir Elections: দলীয় কর্মীদের বিক্ষোভের মধ্যেই বিজেপি জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য 16 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ আর সেই প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফের বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে ৷

BJP Candidates list
প্রার্থী ঘোষণা বিজেপির (সৌ: এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 6:38 PM IST

জম্মু, 26 অগস্ট: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য 16 প্রার্থীর নাম ঘোষণা বিজেপির ৷ সোমবার এই প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ৷ দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট অস্থিরতাও দেখা গিয়েছে। জম্মুতে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির বেশ কয়েকজন নেতা। এর আগে, দলীয় প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল বিজেপি। কিন্তু তা প্রত্যাহার করা হয় ৷ এরপর ফের এদিন নতুন তালিকা জারি করা হয় ৷ যার জেরে সোমবার বিজেপির সদর দফতর জম্মুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের নেতা-কর্মীরা ৷

জম্মুতে পার্টি অফিসের বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মীরা দাবি করেছেন, যারা প্রবীণ এবং সর্বাধিক যোগ্য তাঁদের দল টিকিট দিচ্ছে না। বিজেপির এক নেতা বলেন, "আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে, বিজেপিকে এর পরিণতি ভোগ করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী । দলের মধ্যেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।"

অন্যদিকে, বিজেপি অফিসে বিক্ষোভ চলাকালীন, জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবিন্দর রায়না জানান, কর্মীদের এই ধরনের সমস্যা তৈরি করা উচিত নয়। তিনি আশ্বস্ত করে জানান, তাঁদের কোনও সমস্যা থাকে তবে তাঁরা আলাদাভাবে তাঁর সঙ্গে দেখা করতে পারেন ৷ দ্রুত তাঁদের সেই সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান রবিন্দর রায়না।

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি 44 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। তবে সেই তালিকা দ্রুত প্রত্যাহার করে ৷ পরে বিজেপি প্রার্থীদের নতুন দুটি তালিকা প্রকাশ করেছে ৷ তবে তাদের মধ্যে মাত্র 16 জনের নাম রয়েছে। প্রথম ধাপের নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রত্যাহার করা তালিকা এবং নতুন তালিকার মধ্যে তেমন কোনও পরিবর্তন করা হয়নি বলেই দলের একাংশের দাবি। অন্যদিকে, দলের অভ্যন্তরীণ অসন্তোষের জেরেই প্রাথমিক তালিকা প্রত্যাহার করা হয়েছে বলেও জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

জম্মু ও কাশ্মীরে, 19, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর তিন ধাপে ভোট হবে। ভোট গণনা 4 অক্টোবর। জম্মু ও কাশ্মীর থেকে রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এটিই প্রথম বিধানসভা নির্বাচন ৷ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন নির্বাচনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করার পর এদিন সকালে দিল্লিতে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details