বিলাসপুর, 10 ফেব্রুয়ারি: তুচ্ছ কারণে খুনের আরও একটি ঘটনা ঘটল ছত্তিশগড়ে। দিন কয়েক আগে রতনপুরের ভোদলাপাড়ার বাসিন্দা রূপচাঁদ প্যাটেল থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রী সাউনি বাই বাগানে পড়ে আছেন। এরপর তাঁকে দ্রুত স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। মহিলার মৃত্যুর ঘটনায় নয়া মোড় আসে শুক্রবার। এদিনই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায় পুলিশ। তাতে জানা যায় শ্বাসরোধ করেই মহিলাকে খুন করা হয়েছে। এরপরই রুপচাঁদকে আটক করেন তদন্তকারীরা। প্রাথমিক অনুমান, শারীরিক সম্পর্ক করতে না চাওয়ায় স্ত্রী-কে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়।
38 বছর বয়সি ওই মহিলার মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ পোস্টমর্টেমও করা হয়েছে দেহের। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর পুলিশ জানতে পেরেছে, শ্বাসরোধের জেরেই মহিলার মৃত্যু হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পুলিশ রূপচাঁদ প্যাটেলের বাড়িতে পৌঁছে তাঁকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, 10 ফেব্রুয়ারি মদ খেয়ে বাড়িতে পৌঁছন। এই সময় তিনি তার স্ত্রী'কে শারীরিক সম্পর্ক করতে বলেন। স্ত্রী রাজি না হলে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পুলিশের দাবি, বিবাদ এতটাই বেড়ে যায় যে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ওই ব্যক্তি। রতনপুর থানার ইনচার্জ দেবেশ সিং রাঠোর জানান, শারীরিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে হত্যা করেছে ওই ব্যক্তি ৷ এরপর তিনি নিজেই থানায় আসেন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় হত্যার মামলা রুজু করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিচার বিভাগীয় হেফাজতেও পাঠানো হয়েছে তাকে ৷
জানা গিয়েছে, বর্তমানে ছত্তিশগড়ে এই ধরনের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে খুনের ঘটনা বেড়েছে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই ছোটখাটো বিষয়কে ঘিরে তৈরি হওয়া মুহূর্তের উত্তেজনায় খুনের ঘটনা ঘটছে। শুক্রবার, রায়গড়ের এক বাসিন্দা তার মেয়েকে 'খুন' করেছেন শুধুমাত্র এই কারণে যে সে মোবাইলে বেশি কথা বলত। জগদলপুরে ভ্যালেন্টাইনস ডে-তে বাবার সঙ্গে শত্রুতার প্রতিশোধ নিতে তাঁর 9 বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
আরও পড়ুন:
- ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, বিক্ষোভ উত্তেজিত জনতার
- অমানবিক! আট বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুন, তদন্তে পুলিশ
- প্রেমে অনড় কিশোরী, রাগে গলায় মাফলার পেঁচিয়ে খুন করল বাবা !