পটনা, 22 জুন: 26 ও 28 জুন দু’টি ভাগে হওয়ার কথা ছিল বিহার টেটের দ্বিতীয় পর্বের পরীক্ষা ৷ কিন্তু, সেই পরীক্ষা এবার স্থগিত করে দিল বিহার স্কুল শিক্ষা বোর্ড ৷ নিয়োগ হওয়া শিক্ষকদের সরকারি কর্মচারী হওয়ার জন্য এই যোগ্যতা অর্জনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু, আগামি 28 জুন বিহার পাবলিক সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষার দিন নির্ধারণ করেছে ৷ সেই কারণে 26 ও 28 জুনের দ্বিতীয় ধাপের পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে ৷ বিহার স্কুল শিক্ষা বোর্ডের তরফে জানানো হয়েছ, শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে ৷
প্রথম পর্বের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ৷ তারপরেই শিক্ষক পদে নিয়োগ হয়েছে প্রায় 85 হাজার প্রার্থীর ৷ এবার তাঁদের সরকারি কর্মচারী হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে ৷ সেই দ্বিতীয় পর্বের পরীক্ষা দু’টি ভাগে 26 ও 28 জুন হওয়ার কথা ছিল ৷ বিভিন্ন কেন্দ্রে অনলাইনে সেই পরীক্ষা হবে ৷ কিন্তু, সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশন শূন্য 1339টি সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷ যেখানে বলা হয়েছে, আগামী 28 জুন এই সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষা হবে ৷ একই দিনে দু’টি সরকারি চাকরির পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় ৷ তাই বিহার স্কুল শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে ৷