পটনা, 29 ডিসেম্বর: বিপিএসসির 70তম পরীক্ষা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তা নিয়ে রবিবার উত্তপ্ত হল পটনা ৷ গান্ধি ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত সমাবেশের ডাক দেয় প্রশান্ত কিশোরের দলের ছাত্র সংসদ। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । শেষ পর্যন্ত ছাত্ররা মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করার বিষয়ে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে ৷
বিহার পুলিশের লাঠিচার্জ : প্রার্থীদের আক্রমণাত্মক বিক্ষোভ দেখে পুলিশ জলকামান ব্যবহার করে । এরপর প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে । সেই সময় পরীক্ষার্থী আমান কুমার ও এক শিক্ষক আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এরপর কয়েকজন প্রার্থী পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশ জেপি গোলম্বার থেকে রামগুলাম চক পর্যন্ত প্রার্থীদের ধাওয়া করে ।
প্রার্থীদের বিক্ষোভের মাঝে প্রশান্ত কিশোর (ইটিভি ভারত) এই বিষয়ে বিপিএসসি প্রার্থী আমান কুমার বলেন, "আমরা বলছি, সুষ্ঠু পরীক্ষা করাও । এই মানুষগুলো পরীক্ষাও করায় না । এই সরকার অকেজো । আমরা এমন সরকার চাই না । আমাদের অনেকে মার খেয়েছে । পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায় ।"
জানা গিয়েছে, প্রার্থীদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছিল । মুখ্যসচিবের সঙ্গে দেখা করার কথা ছিল ৷ কিন্তু প্রার্থীরা অন্য কারও সঙ্গে দেখা করতে অস্বীকার করেন এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন । পুলিশ প্রার্থীদের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা কোনও শর্তে ফিরতে রাজি হননি ।
আন্দোলনে প্রশান্ত কিশোরের অংশগ্রহণ : এদিকে গান্ধি মূর্তি থেকে সিএম হাউস পর্যন্ত অবরোধের ডাক দিয়েছিলেন প্রশান্ত কিশোর । তিনি জেপি গোলম্বারে বসেছিলেন ৷ সেখানে প্রার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে এগিয়ে আসা প্রার্থীর সংখ্যা কম ছিল এবং সবাই ফিরে যান গোলাম্বারে। ফিরে আসার সময় প্রশান্ত কিশোর সেখান থেকে চলে যান । পুলিশ জানায়, যে নেতার নেতৃত্বে আন্দোলন হচ্ছিল তিনি নিজেই সেখান থেকে উধাও হয়ে গিয়েছেন ৷ তাই এখন আন্দোলনও শেষ হয়েছে ।
গান্ধি ময়দানে প্রার্থীদের জমায়েত ও যান চলাচল ব্যাহত : এদিকে গান্ধি ময়দানে বিপুল সংখ্যক প্রার্থী জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন । একই সময়ে, সেখানে কাশ্মীরি উলান এবং ডিজনিল্যান্ড মেলার মতো অনুষ্ঠান চলছিল ৷ প্রার্থীদের জমায়েতের কারণে মেলায় ঘুরতে আসা পরিবারগুলি সমস্যায় পড়ে । সাপ্তাহিক ছুটির দিনে, গান্ধি ময়দানের ট্রাফিক ব্যবস্থা বিকেল 5টার পরে সম্পূর্ণভাবে ব্যাহত হয় । পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে ব্যস্ত ছিল ।