পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এনকাউন্টারে হত 29 নকশালী; ছত্তিশগড়ে এক দশকের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য - Chhattisgarh Naxal Encounter - CHHATTISGARH NAXAL ENCOUNTER

Chhattisgarh Anti-Naxal Encounter: 2024 লোকসভা নির্বাচনের তিন দিন আগে, মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 29 জন নকশালপন্থী নিহত হয়েছে । গত এক দশকে ছত্তিশগড়ে সংঘটিত এই ধরনের এনকাউন্টারের মধ্যে এটাই হয়তো সবচেয়ে বড় নকশাল-বিরোধী সাফল্য৷ এই সমস্ত বড় অভিযানের একটি পরিসংখ্যান তুলে দেওয়া হল এই প্রতিবেদনে।

Chhattisgarh Anti-Naxal Encounter
এনকাউন্টারে হত 29 নকশালী; ছত্তিশগড়ে এক দশকের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 11:09 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল:2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক তিন দিন আগে নিরাপত্তা বাহিনীর একটি বড় অভিযানে, মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় এনকাউন্টারে কমপক্ষে 29 জন নকশালপন্থীর মৃত্যু হয়েছে ৷ ওই রাজ্যে লোকসভা ভোটের আগে এতজন নকশালীর মৃত্যু নিশঃসন্দেহে বামঘরানার এই চরমপন্থীদের জন্য বড় ধাক্কা বলে মনে করেছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

মঙ্গলবারের এই গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর তিন কর্মী আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সর্বশেষ সংঘর্ষের পর, চলতি বছরে এই পর্যন্ত কাঙ্কের-সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক গুলির লড়াইয়ে মোট 79 জন নকশাল নিহত হয়েছে।

2 এপ্রিল, বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 13 জনের মতো নকশালপন্থী নিহত হয়। এই প্রতিবেদনে ইটিভি ভারত বড় নকশাল আক্রমণ এবং নকশাল বিরোধী অভিযানগুলির একটি হিসাব তুলে ধরেছে৷ বিশেষ করে যেগুলি দেশে নির্বাচনের সময় সংঘটিত হয়েছিল৷ নকশালরা কীভাবে মানুষের জীবনের মূল্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার ব্যাহত করতে চেয়েছে, এই ঘটনাগুলি তারই প্রমাণ। এবার একনজরে দেখে নিন ছত্তিশগড়ে নকশাল হামলা ও তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের একটি তারিখ ভিত্তিক পরিসংখ্যান...

ছত্তিশগড়ে বড় মাওবাদী-নকশাল-বিরোধী এনকাউন্টার:

02 এপ্রিল, 2024: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে এনকাউন্টারে 13 জন মাওবাদী নিহত হয়৷ সকাল 6 টায় লেন্দ্রা গ্রামের কাছে একটি জঙ্গলে এনকাউন্টারটি শুরু হয় যেখানে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযান চালিয়েছিল৷

27 মার্চ, 2024: ছত্তিশগড়ের বাস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা ক্যাডার-সহ 6 মাওবাদী নিহত হয়।

3 ফেব্রুয়ারি 2024: নারায়ণপুরে 2 নকশালবাদী নিহত ৷

7 ফেব্রুয়ারি 2024: বিজাপুরে 4 নকশালবাদী নিহত ৷

27 ফেব্রুয়ারি, 2024: ছত্তিশগড়ের বিজাপুর জেলার একটি জঙ্গলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 মাওবাদীর মৃত্যু হয় ৷

12 ডিসেম্বর, 2023: দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 3 নকশাল নিহত হয়। ঘটনাটি ঘটেছে সুকমা সীমান্তের তুমাকপাল এবং ডাব্বা কুন্না গ্রামে ।

21 অক্টোবর, 2023: ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে 2 নকশাল নিহত হয় ৷

9 সেপ্টেম্বর 2023: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে দুই মহিলা নকশালবাদী নিহত হয়।

23 ডিসেম্বর, 2022: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের C-60 কমান্ডো-সহ নিহত দুই মাওবাদীর মৃত্যু হয়।

26 নভেম্বর, 2022: বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে 2 মহিলা-সহ 4 মাওবাদী খতম হয়।

আরও পড়ুন:

  1. প্রাণ বাঁচাতে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে মাওবাদীরা
  2. ছত্তিশগড় এনকাউন্টার, বিজাপুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে 9 নকশাল নিহত
  3. কান্ধমালে খতম শীর্ষ মাওবাদী নেতা, তীব্র গুলির লড়াইয়ে জখম জওয়ান

ABOUT THE AUTHOR

...view details