পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘ভোটে লড়ব’, আসানসোলে না-দাঁড়াতে চাওয়া পবনের ঘোষণায় নয়া জল্পনা - Pawan Singh

Bhojpuri Actor Pawan Singh: আবারও খবরের শিরোনামে পবন সিং ৷ বুধবার ভোটে লড়বেন বলে ঘোষণা করলেন তিনি ৷ তবে কোন দল এবং কেন্দ্র থেকে সে নিয়ে কিছু জানাননি এই ভোজপুরি অভিনেতা ৷ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সম্ভাবনার মাঝেই ওই ঘোষণা জল্পনা বাড়িয়েছে ৷

Pawan Singh
Pawan Singh

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 6:46 PM IST

পটনা, 13 মার্চ: দু'পা পিছিয়ে এসেও আবার এক পা বাড়ালেন ৷ লোকসভা নির্বাচনে তিনি লড়বেন ৷ এমনটাই ঘোষণা করলেন ভোজপুরি অভিনেতা পবন সিং ৷ বুধবার তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমি সমাজ, জনতা-জনার্দন এবং মাকে দেওয়া প্রতিশ্রুতি পুরো করতে ভোটে লড়াই করব ।" তবে কোথা থেকে লড়বেন এবং কোন দলের হয়ে লড়বেন তা নিয়ে কিছু স্পষ্ট করে বলেননি এই ভোজপুরি স্টার ৷

পশ্চিমবঙ্গের আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহার বিপরীতে পবন সিংকে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ তবে তাঁর নাম ঘোষণার 24 ঘণ্টা কাটতে না কাটতে তিনি পদ্মে কাঁটা হয়ে দাঁড়ান ৷ একরাতের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন ভোজপুরি অভিনেতা পবন সিং ৷ দিনটা ছিল 3 মার্চ ৷ মাঝে পেরিয়েছে 10 দিন ৷ আজ তিনি জানালেন ভোটে লড়াই করতে চান ৷

জানা গিয়েছে, পবন সিং বিহারের আরার বাসিন্দা ৷ তিনি শুরু থেকেই আরা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ৷ কিন্তু আরা থেকে বিজেপির সাংসদ আর কে সিংয়ের লড়াই করবে বলে তাঁকে সেই আসন দেওয়া হয়নি । যদিও বিজেপির তরফে আসানসোলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর তিনি খুশি হয়েছিলেন এবং শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছিলেন ৷ কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ভোলবদল হয়ে যায় ৷ পরে আসানসোল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন পবন ।

ভোজপুরি এই গায়ক আসলে কী চাইছেন তা নিয়ে জাতীয় রাজনীতিতে নানান ধোঁয়াশা দেখা দিয়েছে । তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর, আরজেডি তাঁকে আরা থেকে টিকিট দিতে পারে । অন্যদিকে এই ঘটনাক্রমের মাঝেই আরেক ভোজপুরী গায়ক খেসারি লাল যাদব তাঁর সম্প্রতি জৌনপুর ও রাঁচিতে হওয়া কনসার্টে পবন সিংকে কটাক্ষ করেছেন ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তুমুল আলোচনায় এই ভোজপুরি গায়ক । 2 মার্চ প্রথম দফায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি । তাতে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নাম ঘোষণা হয়েছিল পবন সিংয়ের । মনে করা হয়েছিল 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই আরেক বিহারের পুত্র পবন সিংকে প্রার্থী করা হয়েছে । কিন্তু তাঁর নাম ঘোষণা হতেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠে । তৃণমূল বিভিন্ন স্তর থেকে কোমর বেঁধে বিরোধিতায় নামে । অন্যদিকে পবন সিং তাঁর গানে বাঙালি মহিলাদের অপমান করেছেন ৷ এমন দাবি তুলে প্রতিবাদের ঝড় তোলে বাংলা পক্ষ ।

যদিও পবন সিং সরে আসার পর এখনও পর্যন্ত বিজেপি আসানসোল কেন্দ্র থেকে অন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি । বুধবার দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে । আর এর মাঝেই এদিন ফের পবন সিংয়ের টুইট নতুন ক'রে জল্পনা বাড়িয়েছে । সবকিছু নিয়ে জানতে পবন সিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণার 24 ঘণ্টার মধ্যে আসানসোলে পদ্মে কাঁটা, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন
  2. পবন সিং সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন অক্ষরা সিং
  3. 'এটাই বাংলার মায়েদের শক্তি', আসানসোল থেকে পবন সরতেই 'জনগর্জন' তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details