পটনা, 13 মার্চ: দু'পা পিছিয়ে এসেও আবার এক পা বাড়ালেন ৷ লোকসভা নির্বাচনে তিনি লড়বেন ৷ এমনটাই ঘোষণা করলেন ভোজপুরি অভিনেতা পবন সিং ৷ বুধবার তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমি সমাজ, জনতা-জনার্দন এবং মাকে দেওয়া প্রতিশ্রুতি পুরো করতে ভোটে লড়াই করব ।" তবে কোথা থেকে লড়বেন এবং কোন দলের হয়ে লড়বেন তা নিয়ে কিছু স্পষ্ট করে বলেননি এই ভোজপুরি স্টার ৷
পশ্চিমবঙ্গের আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহার বিপরীতে পবন সিংকে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ তবে তাঁর নাম ঘোষণার 24 ঘণ্টা কাটতে না কাটতে তিনি পদ্মে কাঁটা হয়ে দাঁড়ান ৷ একরাতের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন ভোজপুরি অভিনেতা পবন সিং ৷ দিনটা ছিল 3 মার্চ ৷ মাঝে পেরিয়েছে 10 দিন ৷ আজ তিনি জানালেন ভোটে লড়াই করতে চান ৷
জানা গিয়েছে, পবন সিং বিহারের আরার বাসিন্দা ৷ তিনি শুরু থেকেই আরা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ৷ কিন্তু আরা থেকে বিজেপির সাংসদ আর কে সিংয়ের লড়াই করবে বলে তাঁকে সেই আসন দেওয়া হয়নি । যদিও বিজেপির তরফে আসানসোলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর তিনি খুশি হয়েছিলেন এবং শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছিলেন ৷ কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ভোলবদল হয়ে যায় ৷ পরে আসানসোল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন পবন ।
ভোজপুরি এই গায়ক আসলে কী চাইছেন তা নিয়ে জাতীয় রাজনীতিতে নানান ধোঁয়াশা দেখা দিয়েছে । তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর, আরজেডি তাঁকে আরা থেকে টিকিট দিতে পারে । অন্যদিকে এই ঘটনাক্রমের মাঝেই আরেক ভোজপুরী গায়ক খেসারি লাল যাদব তাঁর সম্প্রতি জৌনপুর ও রাঁচিতে হওয়া কনসার্টে পবন সিংকে কটাক্ষ করেছেন ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তুমুল আলোচনায় এই ভোজপুরি গায়ক । 2 মার্চ প্রথম দফায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি । তাতে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নাম ঘোষণা হয়েছিল পবন সিংয়ের । মনে করা হয়েছিল 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই আরেক বিহারের পুত্র পবন সিংকে প্রার্থী করা হয়েছে । কিন্তু তাঁর নাম ঘোষণা হতেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠে । তৃণমূল বিভিন্ন স্তর থেকে কোমর বেঁধে বিরোধিতায় নামে । অন্যদিকে পবন সিং তাঁর গানে বাঙালি মহিলাদের অপমান করেছেন ৷ এমন দাবি তুলে প্রতিবাদের ঝড় তোলে বাংলা পক্ষ ।
যদিও পবন সিং সরে আসার পর এখনও পর্যন্ত বিজেপি আসানসোল কেন্দ্র থেকে অন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি । বুধবার দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে । আর এর মাঝেই এদিন ফের পবন সিংয়ের টুইট নতুন ক'রে জল্পনা বাড়িয়েছে । সবকিছু নিয়ে জানতে পবন সিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি ।
আরও পড়ুন:
- প্রার্থী ঘোষণার 24 ঘণ্টার মধ্যে আসানসোলে পদ্মে কাঁটা, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন
- পবন সিং সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন অক্ষরা সিং
- 'এটাই বাংলার মায়েদের শক্তি', আসানসোল থেকে পবন সরতেই 'জনগর্জন' তৃণমূলের