নয়াদিল্লি, 17 জুন:দেশের সংবিধানের মতোই এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া' ও 'ভারত' দুটোই পালা করে ব্যবহার করা হবে ৷ এই নিয়ে বিতর্ক অর্থহীন ৷ সোমবার এ কথা বললেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি ৷
সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করতে গিয়ে উচ্চ-পর্যায়ের এক কমিটি প্রস্তাব দিয়েছিল যে, সমস্ত শ্রেণির জন্য স্কুলের পাঠ্যবইয়ে 'ইন্ডিয়া'র পরিবর্তে সেই জায়গায় 'ভারত' কথাটি প্রতিস্থাপন করা উচিত । এই প্রস্তাব নিয়েই শুরু হয়েছিল তুমুল বিতর্ক ৷ এবার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন এনসিইআরটি-র প্রধান ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের সদর দফতরে সংস্থার সম্পাদকদের সঙ্গে কথোপকথনে এনসিইআরটি প্রধান বলেন যে, দুটি শব্দই বইগুলিতে ব্যবহার করা হবে এবং কাউন্সিলের 'ইন্ডিয়া' বা 'ভারত' - এই শব্দদুটির প্রতি কোনও বিদ্বেষ নেই ।
তাঁর কথায়, "এটি পরিবর্তনযোগ্য....আমাদের অবস্থান এটাই যে, আমাদের সংবিধান যা বলে, আমরা তা ধরে রাখি । আমরা ইন্ডিয়া ব্যবহার করতে পারি, আমরা ভারতও ব্যবহার করতে পারি, এতে সমস্যা কী ? আমরা সেই বিতর্কে নেই । যেখানে উপযুক্ত সেখানে আমরা ইন্ডিয়া ব্যবহার করব, আবার যেখানে দরকার সেখানে আমরা ভারত ব্যবহার করব ৷ ইন্ডিয়া বা ভারত-এর প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই । আপনি ইতিমধ্যে আমাদের পাঠ্যপুস্তকগুলিতে উভয়েরই ব্যবহার করা দেখতে পাচ্ছেন এবং এটি নতুন পাঠ্যপুস্তকে অব্যাহত থাকবে । এটি নিয়ে বিতর্ক অর্থহীন ৷"