মুম্বই, 12 ডিসেম্বর: দুর্ঘটনা এড়াতে এবার মুম্বইয়ের সরকারি পরিবহণ সংস্থা চালকদের জন্য শ্বাস-প্রশ্বাস পরীক্ষা (ব্রেথ অ্যানালাইজার টেস্ট) বাধ্যতামূলক করতে চলেছে ৷ আধিকারিকরা ইতিমধ্যেই বেসরকারি বাস অপারেটরদের সঙ্গে সেই মর্মে কথাও বলেছেন। এই সমস্ত সংস্থা সরকারি নিগমগুলিকে বাস সরবরাহ করে ৷ তাদের অবিলম্বে চালকদের প্রশিক্ষণ থেকে শুরু করে সুরক্ষার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৃহৎমুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-এর একটি বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুরলায় পথচারীদের পাশাপাশি বেশকিছু গাড়িকেও পর পর ধাক্কা মারে মাত্র কয়েকদিন আগে ৷ ঘটনায় সাতজন নিহত হয়েছেন । পাশাপাশি 42 জন আহত হয়েছেন ৷ এরপর পরিবহণ দফতরের আধিকারিকরা বেসরকারি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে, অপারেটরদের চালকদের দেওয়া প্রশিক্ষণ, তাদের নিয়োগের মানদণ্ড, প্রশিক্ষণের পরিকাঠামো এবং এ সংক্রান্ত বিভিন্ন মডিউলগুলির বিশদ বিবরণ দিতে বলা হয়েছে ৷