পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চালক কি মদ্যপ! বাধ্যতামূলক 'ব্রেথ অ্যানালাইজার টেস্ট' - BREATH ANALYSER TEST

কুরলা দুর্ঘটনা থেকে শিক্ষা। বেসরকারি অপারেটরদের সঙ্গে বৈঠকে বসল সরকার। সেখানেই বাস ড্রাইভারদের জন্য ব্রেথ অ্যানালাইজার টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

BREATH ANALYSER TEST
চালকদের জন্য ব্রেথ অ্যানালাইজার টেস্ট বাধ্যতামূলক (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

মুম্বই, 12 ডিসেম্বর: দুর্ঘটনা এড়াতে এবার মুম্বইয়ের সরকারি পরিবহণ সংস্থা চালকদের জন্য শ্বাস-প্রশ্বাস পরীক্ষা (ব্রেথ অ্যানালাইজার টেস্ট) বাধ্যতামূলক করতে চলেছে ৷ আধিকারিকরা ইতিমধ্যেই বেসরকারি বাস অপারেটরদের সঙ্গে সেই মর্মে কথাও বলেছেন। এই সমস্ত সংস্থা সরকারি নিগমগুলিকে বাস সরবরাহ করে ৷ তাদের অবিলম্বে চালকদের প্রশিক্ষণ থেকে শুরু করে সুরক্ষার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৃহৎমুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-এর একটি বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুরলায় পথচারীদের পাশাপাশি বেশকিছু গাড়িকেও পর পর ধাক্কা মারে মাত্র কয়েকদিন আগে ৷ ঘটনায় সাতজন নিহত হয়েছেন । পাশাপাশি 42 জন আহত হয়েছেন ৷ এরপর পরিবহণ দফতরের আধিকারিকরা বেসরকারি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে, অপারেটরদের চালকদের দেওয়া প্রশিক্ষণ, তাদের নিয়োগের মানদণ্ড, প্রশিক্ষণের পরিকাঠামো এবং এ সংক্রান্ত বিভিন্ন মডিউলগুলির বিশদ বিবরণ দিতে বলা হয়েছে ৷

BEST এবং মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (MSRTC) শীর্ষ কর্তারা এই বৈঠকে হাজির ছিলেন ৷ এছাড়াও মহারাষ্ট্র পরিবহণ কমিশনারের আরও একটি বৈঠক করেছেন। জানা গিয়েছে, পরিবহণ কমিশনার বিভাগীয় তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ যা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলেও জানা গিয়েছে ৷

পরিবহণ সংস্থার জেনারেল ম্যানেজার অনিলকুমার ডিগ্গিকার বলেন, "পাঁচটি প্রাইভেট অপারেটরের প্রতিনিধিরা যাঁরা বাস সরবরাহ করেন তাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন। কুরলা দুর্ঘটনার তদন্তে নিযুক্ত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। আমরা চালকদের প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছি ৷ এর মধ্যে চাকা এবং সিমুলেশন প্রশিক্ষণ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে ৷ প্রতিটি চালকের জন্য শ্বাস-প্রশ্বাস বিশ্লেষক পরীক্ষা যা রক্তে অ্যালকোহলের পরিমাণ পরিমাপ করে তা বাধ্যতামূলক করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details