নয়াদিল্লি, 4 জুলাই: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির ঘটনায় নয়া মোড়। এবার সিভি আনন্দ বোসের সাংবিধানিক রক্ষাকবচ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের মহিলা কর্মী। তাঁর দাবি, রাজ্যপালের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন তার কোন সুরাহা হচ্ছে না। কারণ, রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ আছে। তাই কোনও সংস্থাই ব্যবস্থা নিতে পারছে না। এবার সেই রক্ষাকবচ খারিজের দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি।
সুপ্রিম কোর্টে জমা পড়া আবেদনে বলা হয়েছে, সাংবিধানিক রক্ষাকবচ থাকলেই কেউ যা ইচ্ছা তাই করতে পারেন না। রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ আছে বলেই তিনি যা ইচ্ছা করবেন, সেটা হতে পারে না। কেউই আইনের উপরে নন। এমতাবস্থায় রাজভবনের ওই মহিলা কর্মীর দাবি, সাংবিধানিক রক্ষাকবচ থাকায় কেউ ঠিক কতটা ছাড় পেতে পারেন তার নির্দেশিকা তৈরি করা উচিত। আবেদনের অন্য একটি অংশে তিনি দাবি করেন, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনায় তাঁকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আর তাই তিনি সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন।